+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করল লালবাজার।

নিজস্ব সংবাদদাতা - August 18, 2024 3:30 pm - রাজ্য

সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করল লালবাজার।

এবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করল লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল চারটে নাগাদ লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। কিন্তু হঠাৎ তাঁকে তলব করা হল কেন? পুলিশ জানিয়েছে, আরজি কর হাসপাতালের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পোস্ট করেন সুখেন্দু তাতে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে।

পুলিশের তরফে আগেই জানানো হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সংক্রান্ত ভুল তথ্য পরিবেশন করলে তলব করবে পুলিশ। সেই মতই সুখেন্দুকে তলব। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অন্য জায়গায়। আরজি করের ঘটনা নিয়ে শনিবার রাতে বেশি কয়েকটি পোস্ট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।

সেখানে তিনি কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে জেরা করার দাবি তোলেন। প্রশ্ন তোলেন, পুলিশের তদন্ত পদ্ধতি নিয়েও। লেখেন, ঘটনার তিন দিন পর কেন হাসপাতালে ডগ স্কোয়াড নিয়ে যাওয়া হল? সঙ্গে সঙ্গে কেন নয়? সিবিআই তদন্তের প্রসঙ্গে সুখেন্দু লেখেন, ‘আমি চাই সিবিআই নিরপেক্ষ তদন্ত করুক।’

কলকাতা পুলিশ সূত্রে খবর, যে তথ্য সুখেন্দু লিখেছেন সেটা পুরোটাই ভুল। আর সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে লালবাজারে। এবার হাজিরা দিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ কী প্রতিক্রিয়া দেন সেটাই দেখার।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube