শুক্রবার থেকে রাতের তাপমাত্রা নামবে
শুক্রবার থেকে রাতের তাপমাত্রা নামবে পূর্ব ভারতের বিহার ও ঝাড়খন্ডে। শুক্র-শনিবার নাগাদ এই দুই রাজ্যে রাতের তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে।এর প্রভাব পড়বে বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে।
বর্ষাবিদায়ে শীতের কাঁপুনির প্রস্তুতি শুরু বাংলায়। হাওয়া অফিস বলছে কাল থেকেই শুষ্ক আবহাওয়া বাংলায়। সপ্তাহান্তে নামবে রাতের পারদ। রাতে ও সকালে শীতের আমেজ বাড়বে। সকালে আংশিক কুয়াশা থাকবে বিভিন্ন জেলায়। তবে আজও আংশিক মেঘলা আকাশ থাকবে।বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাকি জেলায় পরিষ্কার আকাশ, বলছেন আবহবিদরা।
দক্ষিণবঙ্গের উপকূলের চার জেলায় আজ ও আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন কলকাতা হাওড়া হুগলি ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
শুষ্ক আবহাওয়ার শুরু বঙ্গে। হেমন্তের পরিবেশ আগামী কয়েকদিন সারা বাংলা জুড়ে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকায় হালকা শীতের আমেজ। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সকালের দিকে মনোরম পরিবেশ। বিকেলের দিকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়নি কলকাতায়।