+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

সুন্দরবন বাসীদের আলোয় ফেরাতে “দিশারী”

নিজস্ব প্রতিনিধি - June 8, 2021 12:30 pm - কোথায় কি হচ্ছে!

সুন্দরবন বাসীদের আলোয় ফেরাতে “দিশারী”

চিত্র সৌজন্যে: বাণীব্রত কাঁড়ার

সুন্দরবন বাসীদের আলোয় ফেরাতে “দিশারী”  – কুন্তল কাঁড়ার ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটি আমফানের পর ইয়াসের এর প্রাকৃতিক দুর্যোগের মরন থাবায় সুন্দরবন বাসী বড় অসহায় হয়ে পরে। বিধস্ত সুন্দরবন বাসীদের পাশে দাঁড়াতে এবং ভয়ঙ্কর পরিস্থিতির কবল থেকে মুক্ত করতে হাজির হয়েছে সুন্দরবন সংলগ্ন গোসাবার কুমিরমারী গ্রামে।


৭ই জুন হাওড়া অন্নপূর্না ব্যায়াম সমিতি থেকে ৭০০ পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী লরী ভর্তি করে তিন ঘন্টায় ধামাখালী, তারপর দুটি লঞ্চ এ খাদ্য সামগ্রী তুলে নিয়ে আড়াই ঘন্টার জল পথে বাগনা পাড়া জেটি। জেটিতে উপস্থিত গ্রামের অবিভাবক কল্লোল মন্ডলের সাহায্যে দিশারীর পক্ষ থেকে সমাজসেবী বানীব্রত কাঁড়ার, শৈবাল দাস, উপানন্দ প্রামানিক, সরোজ সরকার, কিরন পাত্র কুমিরমারী গ্রামের বাসিন্দাদের হাতে খাদ্য সামগ্রী উপহার হিসাবে তুলে দেয়।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube