নতুন করে শূন্যপদ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আদালতের নির্দেশ মেনে যাতে নিয়োগ হয় সেজন্য নতুন করে শূন্যপদ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য জানিয়েছেন, রাজ্যে নতুন করে প্রায় ১৫০০০ পদ তৈরি হচ্ছে। তার মধ্যে ইতিমধ্যেই ৫০০০ পদ তৈরি আছে রাজ্য সরকারের তরফে। বাকি পদ তৈরি করতে হবে।
ব্রাত্য বসু আরও জানিয়েছেন, আদালত যদি চায় তাহলে যারা নিয়ম বহির্ভূত ভাবে চাকরি পেয়েছেন প্রত্যেককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী চান না কারও চাকরি যাক। সেজন্য আরও বেশ কিছু নতুন পদ তৈরির কথা ভাবছে রাজ্য সরকার। সবার চাকরি যাতে বহাল থাকে তার জন্য হাইকোর্টে আবেদন জানাবে রাজ্য সরকার। এদিন সাংবাদিক বৈঠক থেকে চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহার করার কথাও বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রত্যেকের চাকরি হবে। বাড়িতে ফিরে গিয়ে আত্মীয়, পরিবারের সঙ্গে ভাল করে পুজো কাটান।