+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ ৮ বছর পর গড়বেতায় পা রাখবেন কঙ্কাল কাণ্ডের ‘নায়ক’

নিজস্ব সংবাদদাতা - November 18, 2020 11:10 pm - রাজ্য

সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ ৮ বছর পর গড়বেতায় পা রাখবেন কঙ্কাল কাণ্ডের ‘নায়ক’

রাজ্যের অভিযোগ ধোপে ঠিকল না। গড়বেতা কঙ্কাল কাণ্ডের অভিযুক্ত সিপিএম নেতা সুশান্ত ঘোষকে নিজের এলাকা গড়বেতায় ঢোকার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সোমবারই শীর্ষ আদালত সুশান্ত ঘোষকে গড়বেতায় ফেরার অনুমতি দিয়েছে। এলাকায় তিনি ফিরলে ফের অশান্তি হতে পারে বলে আশঙ্কা জানিয়ে অভিযোগ করেছিল রাজ্য সরকার। তার বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন সুশান্ত ঘোষ।

জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিজের জেলায় ঢুকতে পারবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার প্রাক্তন বিধায়ক। ২০১১ সালে বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সুশান্ত ঘোষ। পরের বছর জামিন পেলেও এতদিন জেলায় ঢোকার অনুমতি দেয়নি রাজ্য সরকার। সোমবার সেই অনুমতি দিল সুপ্রিম কোর্ট। প্রায় দীর্ঘ আট বছর পরে গড়বেতায় ফিরবেন সুশান্ত ঘোষ।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে দলবিরোধী কাজের জন্য সিপিএম সুশান্ত ঘোষকে তিন মাসের জন্য সাসপেন্ড করেছে। তাঁর শাস্তি এখনও বহাল রয়েছে। একদা গড়বেতা তথা পশ্চিম মেদিনীপুরের বেতাজ বাদশা এখন পার্টি থেকেই সাময়িক বরখাস্ত। তবে প্রকাশ্যে আলিমুদ্দিনের সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেননি একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা। তবে ফের গড়বেতায় ঢুকতে পারবেন বলে উচ্ছ্বসিত তাঁর অনুগামীরা। ভোটের মুখে সুশান্ত ঘোষকে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube