শুভেন্দুকে মুকুল রায়ের বিরুদ্ধে আবেদনপত্র জমা দিতে না পেরেই ফিরে আসতে হল
বিজেপি ছেড়েছেন মুকুল রায়। বর্তমানে তিনি তৃণমূলে। এদিকে বিজেপির টিকিটেই এবার বিধানসভায় জয়ী হয়েছেন মুকুল রায়। কিন্তু দলত্যাগের পর তাঁর বিধায়ক পদের কী হবে? এদিকে সেই বিধায়ক পদ খারিজের দাবিতে বার বার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। গত সোমবারই এনিয়ে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তারপরেও বিধায়ক পদ থেকে সরে আসননি মুকুল রায়। তবে কার্যত হাল ছাড়তে নারাজ শুভেন্দু অধিকারী। তাঁরই একদা সতীর্থ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন নিয়ে বৃহস্পতিবার তিনি বিধানসভাতেও যান। কিন্তু যে সময় তিনি বিধানসভায় গিয়েছিলেন সেই সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ছিলেন না। সেকারণের খোদ স্পিকারের হাতে চিঠি তুলে দিতে পারেননি শুভেন্দু। অধ্যক্ষ না থাকলে রিসিভিং বিভাগের কেউ চিঠি নিতে পারেন। কিন্তু সেই বিভাগেও কোনও কর্মী ছিলেন না বলে জানিয়েছেন শুভেন্দু। অগত্যা আবেদনপত্র জমা দিতে না পেরেই তাঁকে ফিরে আসতে হয়। তবে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন প্রয়োগের ব্যাপারে গত কয়েকদিন ধরেই সরব হয়েছেন বিরোধী দলনেতা। তবে এদিনও তিনি আবেদনপত্র দিতে না পারায় নানা চর্চা শুরু হয়েছে। অন্যদিকে গেরুয়া শিবিরের খবর, অত সহজে হাল ছাড়তে রাজি নন নন্দীগ্রামের বিধায়ক। ফের শুক্রবার তিনি আবেদনপত্র নিয়ে বিধানসভায় হাজির হতে পারেন। কিন্তু ওইদিন কি স্পিকার তাঁর আবেদনপত্র গ্রহণ করবেন? সেই প্রশ্নটাই ঘুরছে রাজনৈতিক মহলে।