শুভেন্দুর পথেই এগোচ্ছেন রাজীব! ব্রাহ্মণদের অনুষ্ঠানে ‘যত মত তত পথে’র বার্তায় জল্পনা
তৃণমূলের স্তাবকতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক বাধিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন যোগ্যতার সঙ্গে কাজ করেও অনেকে প্রাধ্যান্য পাচ্ছেন না, পিছনের সারিতে চলে যাচ্ছেন। এহেন বিতর্কিত মন্তব্যের পর এবার বনমন্ত্রী রাজীব ব্রাহ্মণদের দাবিদাওয়া নিয়ে ময়দানে নামছেন। শুভেন্দুর পর রাজীব অরাজনৈতিক কর্মসূচি নেওয়া শুরু করছেন।
1
তবে কি রাজীব বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল ছাড়তে পারেন?
রাজীব বন্দ্যোপাধ্যায় স্তাবকতার প্রশ্নে মুখ খুলেছেন দলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী পর রাজীবকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তারপর থেকে জায়গায় জায়গায় পোস্টার পড়তে শুরু করে রাজীবের নামে। শুভেন্দুর পাশাপাশি রাজীবকে নিয়েও গুঞ্জন শুরু হয়ে যায়। তবে কি রাজীব বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল ছাড়তে পারেন? এই আশঙ্কার বীজ বোনা শুরু হয় তৃণমূলের অন্দরে।
2
ব্রাহ্মণদের অনুষ্ঠানে রাজীব বললেন, যত মত তত পথ
শুক্রবার তিনি বলেন, আমি নিজেই বলেছি যে কথা, তা অস্বীকার করতে পারি না। তিনি বলেছিলেন যেথানে মুখ খোলার সুযোগ আছে, সেখানে থাকব। এদিন তিনি ব্রাহ্মণদের অনুষ্ঠানে বলেন, যত মত তত পথ। ঠাকুর আমায় পাঠিয়েছেন মানুষের পাশে থাকার জন্য। সেইমতোই মানুষের পাশে দাঁড়াচ্ছি।
3
কলকাতা অবরুদ্ধ করে দেব, রাজ্যজুড়ে আন্দোলন হবে
এবার ব্রাহ্মণদের দাবিদাওয়া মেটাতে কলকাতা অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজীব। ব্রাহ্মণদের বেশ কিছু দাবি আছে, সেই দাবি মানার জন্য প্রয়োজনে কলকাতা অবরুদ্ধ করে দেব। রাজ্যজুড়ে আন্দোলন হবে। আমি চাইছি সনাতন ধর্মের মানুষ যাতে সুখে থাকে, তার ব্যবস্থা করতে।
4
৮-৯ হাজারের জন্য করলে হবে না, সবার জন্য করতে হবে
রাজীব বলেন, আমার যদি মনে হয়, মানুষের জন্য কাজ কাজ করতে এই পথে বাধা হচ্ছে। তাহলে অন্য পথ আছে। যত মত তত পথ। দুর্গাপুজোর আগে সনাতনী দরিদ্র ব্রাহ্মণদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে রাজীব বলেন, মুখ্যমন্ত্রী ভাতা ও বাসা দেওয়ার কথা বলছেন, তা দিতে হবে সমস্ত ব্রাহ্মণকে। শুধু ৮-৯ হাজারের জন্য করলে হবে না, সবার জন্য করতে হবে।