+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

শুভেন্দুর সঙ্গে রফার দায়িত্বে সৌগত ও সুদীপ

নিজস্ব সংবাদদাতা - November 19, 2020 11:47 pm - রাজ্য

শুভেন্দুর সঙ্গে রফার দায়িত্বে সৌগত ও সুদীপ

শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের বৈঠকের ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলল তৃণমূল। বুধবার তৃণমূল সাংসদ সৌগত রায় জানান গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুভেন্দুর সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। আগামী সপ্তাহে ফের একদফা বৈঠক হতে পারে। বৈঠকে শুভেন্দু সৌগতবাবুকে জানিয়েছেন, ‘তৃণমূলেই রয়েছেন তিনি। এখনো অন্য কোথাও যাওয়ার ব্যাপারে ভাবেননি।’

সৌগতবাবু জানিয়েছেন, ভাইফোঁটার দিন বিকেলে নিউ টাউনে তাঁর সঙ্গে বৈঠক হয় শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে শুভেন্দু তাঁর বক্তব্য জানিয়েছেন। সেই বক্তব্যকে ‘দাবি’ বলে মানতে নারাজ সৌগতবাবু। সঙ্গে তিনি বলেন, ‘শুভেন্দু জানিয়েছেন তিনি তৃণমূলেই আছেন। অন্য কোনও দলে যোগদানের ব্যাপারে ভাবেননি।’

প্রবীণ এই সাংসদ বলেন, ‘শুভেন্দুর সঙ্গে কী কথা হয়েছে তা আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আমার এই নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে ফের তাঁর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি।’

তৃণমূল সূত্রের খবর, সৌগতবাবুর কাছে দলে নিজের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু। সম্প্রতি দলের সাংগঠনিক রদবদলে জেলা পর্যবেক্ষক পদটি তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ফলে শুভেন্দুর গতিবিধি মেদিনীপুরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। তার আগে মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক ছিলেন তিনি। সেই পদ ফেরানো সহ দলে তাঁর গুরুত্ব বাড়ানোর দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube