স্বাধীনতা দিবসে পানীয় জলের নলকূপ স্থাপন
স্বাধীনতার 75 বছর উৎযাপন উপলক্ষে গ্রামবাসীদের একটি পানীয় জলের কল উপহার দিল হাওড়ার “দিশারী কুন্তল কাঁড়ার ফ্রেন্ডস ওয়েল সোসাইটি (স্বেচ্ছাসেবী সংস্থা )। অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত গ্রাম বাঘমুণ্ডি ব্লকের সূর্যাণ্ডি গ্রামে এই পানীয় জলের গভীর নলকূপ স্থাপন করা হয় । এতে ওই গ্রামের প্রায় 35 টি পরিবারের 175 জন মানুষ উপকৃত হবেন ।
দিশারী পক্ষে বিশিষ্ট সমাজসেবী সংস্থার কার্যকরী সভাপতি বাণীব্রত কাঁড়ার পানীয় জলের নলকূপের উদ্বোধন করে গ্রামবাসীদের হাতে পানীয় জলের গ্লাস তুলে দিয়ে বলেন ” আমরা সারা বছর ধরে দুঃস্থ মানুষদের সাহায্য করি । বিশেষ করে কোভিড পরিস্থিতি এবং আমফান ও যশের মতো প্রাকৃতিক দুর্যোগে আমরা কয়েক হাজার মানুষ কে যথাসম্ভব সাহায্য করেছি । কিন্তু কোনও একটা তৃষ্ণার্ত
গ্রামে একটা গভীর নলকূপ স্থাপন এই প্রথম। এটা একাধারে আমাদের কাছে খুব আনন্দের এবং গর্বের । আমরা আরও চারটি নলকূপ স্থাপন করবো যে সমস্ত গ্রামে এখনও মানুষ পাতকূয়ার জল পান করেন ।”
উল্লেখ্য এই গভীর নলকূপ টি স্থাপন করা হয় সিধু কানহু শিক্ষা নিকেতন প্রাঙ্গণে । একটা সময় পানীয় জলের অভাবে এই প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ হয়ে যাচ্ছিল। আজ ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা খুব খুশি ।
প্রসঙ্গত স্বাধীনতার 75 বছর পরেও ওই সূর্যাণ্ডি গ্রামে কোন শৌচালয় নেই । মহিলা পুরুষ নির্বিশেষে সুস্থ অসুস্থ মানুষকে প্রাতঃকৃত্যাদি সম্পন্ন করতে জঙ্গলে ছুটতে হয় । যা বর্ষাকালে এক বিভীষিকার রূপ নেয় ।
উল্লেখ্য গত মাসে হাতির আক্রমণে তিনজন গ্রামবাসী প্রাণ হারান । গ্রামবাসীরা যৌথ ভাবে বাঘমুণ্ডি ব্লক অধিকর্তার কাছে শৌচালয়ের জন্য আবেদন করেছেন। তথাপি সরকারের টনক নরেনি।