+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

অবশেষে তালিবানের কবজায় আফগানিস্তান ।

নিজস্ব সংবাদদাতা - August 16, 2021 12:16 am - আন্তর্জাতিক

অবশেষে তালিবানের কবজায় আফগানিস্তান ।

অবশেষে তালিবানের কবজায় আফগানিস্তান । কুড়ি বছর পর ফের মসনদে ফিরল তারা। রবিবারই কাবুলের দোরগোড়ায় তালিবান উপস্থিত হওয়ার পরেই বোঝা গিয়েছিল অপেক্ষা আর সামান্যই। তালিবানের এক মুখপাত্র জানিয়ে দেন, জনবহুল কাবুলে যুদ্ধ করতে চায় না তালিবান। আলোচনার মাধ্যমেই আফগান সরকারের থেকে ক্ষমতার হস্তান্তর চায় তারা। এরপরই আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি ইস্তফা দেন। আর এরপরই আফগানিস্তানে তালিবান শাসনের নয়া অধ্যায়ের সূচনা হয়। আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন আলি আহমেদ জালালি। এদিকে আফগানিস্তানের বিভিন্ন জেলে বন্দি তালিবানদের মুক্তি দেওয়া হয়েছে। রাস্তায় নেমেছে মুক্তিপ্রাপ্ত বন্দিদের ঢল। যোদ্ধাদের হিংসা এড়ানোর নির্দেশ তালিবান শীর্ষ নেতৃত্বের। প্রেসিডেন্ট ভবন ঘিরে ফেলেছে তালিবান সেনা। দ্রুত সরানো হচ্ছে আফগানিস্তানে থাকা ভারতীয়দের। শেষ এয়ার ইন্ডিয়া বিমান কাবুল ছেড়েছেবিকেলেই। সন্ধে নাগাদ সেটি দিল্লির মাটিতে অবতরণ করতে পারে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube