টানা ৩১ দিন ধরে বাড়ল জ্বালানির দাম।
ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। এই নিয়ে টানা ৩১ দিন ধরে বাড়ল জ্বালানির দাম। গতকালের থেকে দাম বাড়ল ৩৪ এবং ৩৫ পয়সা। পেট্রোলের দাম কলকাতায় দাঁড়াল ৯৮ টাকা ৩০ পয়সা এবং ডিজেলের দাম হল ৯১ টাকা ৭৫ পয়সা।
দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। পশ্চিমবঙ্গে যেভাবে পেট্রোলের দাম বাড়ছে, আর সপ্তাহখানেকের মধ্যেই ১০০ টাকা পার করবে বলে মনে করা হচ্ছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, জম্মু-কাশ্মীর, লাদাখ, ওড়িশা, বিহার এবং তামিলনাড়ুতে ১০০ পার করেছে পেট্রোলের দাম। রাজধানীতে এদিন পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৮.৪৬ টাকা।
লকডাউনের জেরে কর্মহীন বহু মানুষ। জ্বালানির দাম এভাবে বৃদ্ধি হওয়ায় শাকসবজি, আনাচ-কানাচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। লাগাতার এই জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রতে নিশানা করেছে একাধিক বিরোধী দল। তবে দাম ক্রমাগত বাড়ছেই। কোথায় গিয়ে এই দাম থামবে, বা কবে কমবে তার কোনও নিশ্চয়তা নেই।