টাটা গ্রুপ হাত মিলিয়ে নিল ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার সঙ্গে।
নতুন যুগের সূচনা করল টাটা গ্রুপ। এবার তারা হাত মিলিয়ে নিল ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার সঙ্গে। ফলে ভারতের গাড়ির বাজারে ফের নতুন ঝড় তুলবে টাটা।
টাটা গ্রুপ মানেই ভারতের বাজারে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বহু বছর ধরে এই প্রতিষ্ঠানকে চালিয়েছিলেন রতন টাকা। তারপর এখন এই প্রতিষ্ঠানকে আরও উপরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নোয়েল টাটা। টাটা গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবার বড় সিদ্ধান্ত নিল। তারা হাত মিলিয়ে নিল ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার সঙ্গে।
টাটা অটো কম্প, টাটা কনসালটেন্সি সার্ভিস, টাটা টেকনোলজিস এবং টাটা ইলেকট্রনিক্স এরা সকলেই টেসলার সঙ্গে কাজ করবে। ফলে ভারতের গাড়ির বাজারে টেসলার নতুন ব্যাটারিচালিত গাড়ির সঙ্গে কাজ করবে টাটা গ্রুপ। টেসলার পক্ষেও এটি বিরাট লাভজনক হিসাবে সামনে আসবে। তারাও ভারতের গাড়ির বাজারকে অতি সহজেই কায়দা করতে পারবে।
টেসলার সঙ্গে কাজ করতে গিয়ে টাটা গ্রুপ বড় টাকা বিনিয়োগ করছে। এর পরিমান জানা না গেলেও মনে করা হচ্ছে কোটি কোটি টাকা থেকে কম হবে না। ভারতের বাজারে মাস্কের প্রতিষ্ঠানের সঙ্গে টাটা গ্রুপ মিলে গেলে সেটা টাটাদের পক্ষেও সুখের হবে। অন্য গাড়ির প্রতিষ্ঠানগুলি যেখানে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে সেখানে টাটা গ্রুপ এগিয়ে থেকেই কাজ শুরু করে দিল।
ভারতের গাড়ির বাজার এমনিতেই বিরাট লাভের দিক। সেখানে যদি এই দুই বিরাট প্রতিষ্ঠান এক হয়ে যায় তাহলে ব্যাটারিচালিত গাড়ির ক্ষেত্রে ভারত নতুন দিক দেখবে। দুই প্রতিষ্ঠানই লাভের মুখ দেখবে। তবে অনেকেই মনে করছে ভারতের বাজারে টেসলাকে সহায়তা করে টাটারা সঠিক কাজ করছেন না। যদি ভারতের বাজারে তারা টেসলাকে কাজে লাগাতে না পারে তাহলে সেখানে ক্ষতি হবে টাটাদের। ভারত পরবর্তী দিনে জ্বালানি ব্যবহারের দিকে বিশেষ জোর দেবে। এর মানে হল জ্বালানির ব্যবহার কমিয়ে তারা ব্যাটারিচালিত গাড়ির দিকে বেশি জোর দেবে।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি জানিয়ে দিয়েছেন আগামী কয়েক বছরের মধ্যে ভারতের গাড়ির বাজারে জ্বালানি চালিত গাড়ি এবং ব্যাটারি চালিত গাড়ির দাম এক হয়ে যাবে। ফলে জ্বালানি চালিত গাড়ির ব্যবহার কমবে এবং ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার বাড়বে। তাই আগে থেকেই হয়তো টাটারা হাত মিলিয়ে নিলেন টেসলার সঙ্গে।