+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ভারতের পশ্চিম উপকূল দেখছে ঘূর্ণিঝড় তাউটের তাণ্ডব।

নিজস্ব সংবাদদাতা - May 18, 2021 9:32 am - দেশ

ভারতের পশ্চিম উপকূল দেখছে ঘূর্ণিঝড় তাউটের তাণ্ডব।

আশঙ্কা ছিল আগেই, সেই মতো গতকাল ভারতের পশ্চিম উপকূল দেখেছ ঘূর্ণিঝড় তাউটের তাণ্ডব। ক্রমেই আরও বিধ্বংসী হয়ে ওঠে তাউটে। পোরবন্দর, ভাবনগর জেলার মহুভার নিচু এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে। এখানেই তীব্র গতিতে আছড়ে পড়ে তউটে। এমনকি ধস নামার সম্ভাবনাও রয়েছে বহু জায়গায়। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও গুজরাতের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৪টি দলকে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে পাঠানো হয়েছে। জুনাগড়, গির সোমনাথ, সৌরাষ্ট্র, কচ্ছ, দিউ, পোরবন্দর, দ্বারকা, আমরেলি, রাজকোট ও জামনগরে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube