করোনা পরিস্থিতি ও টিকাকরণের ব্যবস্থা যাচাই করতে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী
দেশের করোনা পরিস্থিতি ও টিকাকরণের ব্যবস্থাপনা যাচাই করতে আজ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, করোনা পরীক্ষা, ট্র্যাক করা এবং চিকিৎসা করানো ছাড়া আর কোনও বিকল্প নেই। সমস্তরকম পরিকাঠামো দিয়ে এই করোনার মোকাবিলা করতে হবে। হাসপাতালে বেড আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। যাতে করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসা পায়।
এদিনের বৈঠকে তিনি স্থানীয় প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে বলেছেন। ওষুধ এবং ভ্যাকসিন যাতে সর্বত্র পৌঁছে যায় সেদিকে নজর দিতে বলেছেন। কয়েকদিন আগেই দেশের করোনা পরিস্থিতি নিয়ে দেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মোদী। বৈঠক শেষে মোদী বলেছিলেন, ‘ফের কঠিন সময় আসছে। টিকা নেওয়ার পরও সতর্ক থাকতে হবে। উপসর্গহীন আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা মোকাবিলায় সকলকে একযোগে কাজ করতে হবে। করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে।’
এবারও করোনা পরীক্ষার উপর জোর দিলেন তিনি। তবে অক্সিজেনের সরবরাহ বাড়বে বলেই তিনি আশ্বাস দিয়েছেন। এমনকী বৈঠকে ভ্যাকসিন আরও বেশি করে তৈরি করতেও নির্দেশ দেন তিনি। ভারত প্রথম দফার করোনাকেও পরাস্ত করেছিল। এই দ্বিতীয় দফার করোনা ঢেউকেও পরাস্ত করতে পারবে দেশ। প্রতিটি রাজ্যের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।
প্যারাসিটামল ওষুধ যাতে আরও বাড়ানো হয় তার জন্য উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। রেমডিসেভির বাড়ানোর পাশাপাশি জাল ওষুধ যাতে তৈরি না হয় সেদিকে নজর দিতে বলেছেন তিনি। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩৪১ জনের। যা দেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ।