+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আগে থেকে যাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করা রয়েছে, তাদেরকে টিকার দ্বিতীয় ডোজ পেতে ১২ থেকে ১৬ সপ্তাহ অপেক্ষা করতে হবে না।

নিজস্ব সংবাদদাতা - May 16, 2021 11:41 pm - রাজ্য

আগে থেকে যাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করা রয়েছে, তাদেরকে টিকার দ্বিতীয় ডোজ পেতে ১২ থেকে ১৬ সপ্তাহ অপেক্ষা করতে হবে না।

চিত্র সৌজন্যে: The Financial Express

কেন্দ্র জানিয়ে দিল যে আগে থেকে যাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করা রয়েছে, তাদেরকে টিকার দ্বিতীয় ডোজ পেতে ১২ থেকে ১৬ সপ্তাহ অপেক্ষা করতে হবে না। ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইজরি অন ইমিউনিজেশন-এর তরফে কোভিশিল্ডের দু’টি ডোজের মাঝের সময়সীমা বা ব্যবধান বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব মেনে নেয় কেন্দ্র। এরপর বিরোধীদের তরফে অভিযোগ করা হয়, টিকার ঘাটতির বিষয়টি সামাল দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর আগে প্রথম ডোজ নেওয়ার ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ডোজ নিতে হত। তবে নয়া সিদ্ধান্তের ফলে দুটি ডোজের মধ্যে ব্য়বধান থাকবে ১২ থেকে ১৬ সপ্তাহ। তবে সিদ্ধান্ত নেওযার আগে যারা টিকার দ্বিতীয় ডোজের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তাদের স্লটটি বৈধ থাকবে। তবে এরপর থেকে কোউইন অ্যাপে দুটি ডোজের ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ দেখানো হবে। উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রেজেনেকা গবেষণা করে তৈরি হয়েছে কোভিশিল্ড ভ্যাকসিন। ভারতে এটির উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই টিকার মধ্যে শিম্পাঞ্জিকে সংক্রমিত করতে পারা এডিনো ভাইরাস রয়েছে। স্পাইক প্রোটিনের জিন ডোপিংয়ে বানানো হয়েছে এই ভ্যাকসিনটিষ এর দ্বারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীরের। প্রাথমিক ভাবে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ২৮দিন ব্যবধান রাখার প্রস্তাব ছিল। এরপর সেই ব্যবধান বাড়িয়ে ৬ থেকে ৮ সপ্তাহ করা হয়। এরপর সম্প্রতি এই ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube