পাঁচলা বিধানসভার ১৮৫ নং বুথে সিআরপিএফ তৃণমূলের বুথ এজেন্ট ও অন্যান্যদের মারধোর করে।
পাঁচলা বিধানসভার ১৮৫ নং বুথে সিআরপিএফ তৃণমূলের বুথ এজেন্ট ও অন্যান্যদের মারধোর করে। এজেন্টটি রক্তাক্ত অবস্থায় সিআরপিএফ এর বিরূদ্ধে নালিশ করে বলে জানা যায়। কেন্দ্রীয় বাহিনী নাকি বলেছে বিজেপিকে ভোট দিতে হবে। না হলে এরকম মারা হবে। এটাই অভিযোগ।