+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

তৃণমূলের জন্য মায়ের সোনা বন্ধক – শুভ্রাংশু রায়

নিজস্ব সংবাদদাতা - September 11, 2020 9:54 am - রাজ্য

তৃণমূলের জন্য মায়ের সোনা বন্ধক – শুভ্রাংশু রায়

শুভ্রাংশু রায় বলেন, তিনি দেখেছেন তৃণমূলের জন্য মায়ের সোনা বন্ধক দিয়েছেন বাবা মুকুল রায়। সেই টাকা দলের জন্য খরচ করেছিলেন বাবা মুকুল রায়। বলেছেন শুভ্রাংশু। পরবর্তী সময়ে কাজ হয়ে যাওয়ার পর তাঁর বাবাকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে। শুভ্রাংশু রায় আরও বলেন, এমন একটা সময় গিয়েছে, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর জন্য তাঁর মা রাত জেগে রান্নাও করেছেন। অনেক ছোট থেকে তিনি তৃণমূল কংগ্রেস করেছেন বলে জানিয়েছেন শুভ্রাংশু।

তিনি বর্তমানে বিজেপিতে। কিন্তু এই বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এলাকার উন্নয়নের কাজে তাঁকে বাধা দেওয়া হয়েছে। বিধায়ক তহবিলের অর্থ খরচের জন্য জেলাশাসকের দফতরে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলেও, তা পুরসভায় পাঠানো হয় না। এলাকাবাসীর নিরাপত্তা বিশেষ করে মহিলাদের নিরাপত্তার জন্য সিসিটিভি লাগাতেও দেওয়া হচ্ছে না।

বিধায়ক হওয়ার পর নিজের এলাকায় একটি আইটিআই এবং পলিটেকনিক তৈরির চেষ্টা শুরু করেন তিনি। কেন্দ্রের টাকায় পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় আইটিআই কলেজ তৈরির কাজ শুরুও হয়। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর দুটির কাজই থমকে গিয়েছে।

দলের ফেসবুক লাইভে তিনি এসব প্রসঙ্গের কথা বলতে গিয়ে বলেন, চেয়ারটা কোনওদিন স্থির নয়। আজ তিনি যে চেয়ারে বসছেন, আগামীকাল অন্য কেউ সেখানে বসবে। পরদিন অন্য কেউ। বলেছেন শুভ্রাংশু রায়।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube