তৃণমূলের ২ প্রার্থীর মনোনয়নে গলদ অভিযোগ বিজেপির
তৃণমূলের ২ প্রার্থীর মনোনয়নে গলদ, অভিযোগ বিজেপির। ‘কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় ও বসিরহাটের হাজি নুরুল ইসলামের মনোনয়নে গলদ। হাজি নুরুল ইসলাম হলফনামায় নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। হাজি নুরুলের মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন রেখা পাত্র। মালা রায় বর্তমানে কলকাতা পুরসভার চেয়ারপার্সন। অফিস অফ প্রফিট আইন লঙ্ঘন করেছেন মালা রায়। কলকাতা পুরসভা থেকে বেতন নিয়েছেন, গাড়ি ব্যবহার করেছেন। সেই কারণে মালা রায়েরও মনোনয়ন বাতিলের জন্য আবেদন করা হয়েছে’, সাংবাদিক বৈঠক করে মনোনয়ন বাতিল করার দাবি করল বিজেপি।