তৃণমূলে বিদ্রোহ আর বিদ্রোহীরা বিজেপিমুখী
তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান না পেয়ে কেউ কাঁদছেন, কেউ নিজের অফিসেই ভাঙচুর চালাচ্ছেন। আবার কেউ প্রতিবাদে গর্জে উঠেছেন। এখানেই শেষ নয়, প্রতিবাদ জানিয়ে দলও ছেড়েছেন কেউ কেউ। আবার দল ছাড়ার আগে বিপক্ষকে বাজিয়ে নিতে কেউ আবার বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে দেখা করার তোড়জোড়ও শুরু করে দিয়েছেন।
তৃণমূলের বিদ্রোহের তালিকাটা নিছক কম নয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় স্থান না পেয়ে বিদ্রোহের তালিকার রয়েছেন সোনালি গুহ, আরাবুল ইসলাম, দীপেন্দু বিশ্বাস, মইনুদ্দিন শামস, দীনেশ বাজাজ, শম্পা দরিয়া-সহ অনেকেই। তাঁরা স্ব-স্ব ভাবে বিক্ষোভ-প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের একুশের প্রার্থী তালিকা নিয়ে।
মধ্যে তৃণমূলের টিকিটে বিধায়ক হওয়া বড়বাজারের দীনেশ বাজাজ দল ছাড়ার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি মুকুল রায়ের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে খবর। এভাবে তৃণমূলে বিদ্রোহ আর বিদ্রোহীদের বিজেপিমুখী হওয়ার প্রবণতা একুশের নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।