তৃণমূলে কি পরিবারতন্ত্র চলছে!
সিঙ্গুরে টিকিট দেওয়া হয়েছে হরিপালের বিধায়ক বেচারাম মান্নাকে। হরিপালে প্রার্থী হয়েছেন বেচারামের স্ত্রী করবী মান্না। টিকিট না পেয়ে রবীন্দ্রনাথ তৃণমূল শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘‘দুটো আসনেই একই পরিবারের লোককে প্রার্থী করা হল। এর থেকেই বোঝা যায়, তৃণমূল কী ভাবে চলছে!’’ প্রসঙ্গত, নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিমে শঙ্কর সিংহকে আবার প্রার্থী করা হয়েছে। শঙ্করের পুত্র শুভঙ্করকে চাকদহ থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে। এ ছাড়াও মহেশতলার বিধায়ক দুলাল দাস ও তাঁর মেয়ে তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে বেহালা পূর্বে প্রার্থী হয়েছে।