+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

তোলাবাজিতে অভিযুক্ত পিকের টিম! বহরমপুর শহরে পোস্টার

নিজস্ব সংবাদদাতা - October 6, 2020 10:07 am - রাজ্য

তোলাবাজিতে অভিযুক্ত পিকের টিম! বহরমপুর শহরে পোস্টার

পিকের সমন্বয়কারী দল কাজ করছে জেলায় জেলায়। মাস খানের আগে নেতা খুঁজতে সিপিএম নেতাদের কাছে দলবদলের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল পিকের টিম আইপ্যাকের বিরুদ্ধে। এবার তাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। বহরমপুর শহরে পোস্টার পড়েছে আদি তৃণমূল কর্মীদের নামে। সেখানে দাবি করা হয়েছে, পিকের টিমের জেলার কো-অর্ডিনেটরকে জেলা থেকে সরাতে হবে। পোস্টারে প্রশ্ন করা হয়েছে, কো-অর্ডিনেটর করা মানে কি তোলাবাজিতে ছাড়পত্র দেওয়া?

পোস্টারে লেখা হয়েছে, কো-অর্ডিনেটর হঠাও, তৃণমূল বাঁচাও। প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পোস্টার? গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তাদের অভিযোগ কংগ্রেস ও সিপিএম-এর দিকে।

শুধু বহরমপুরেই নয়, আরও দুটি ব্লকে পিকের টিমের কো-অর্ডিনেটরের বিরুদ্ধে পোস্টার পড়েছে। তবে এই পোস্টার কি ভোটের আগে ব্লক সভাপতি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হওয়ার জন্য, তা নিয়েও প্রশ্ন উঠছে।

জেলা সভাপতির ভূমিকায় প্রশ্ন
বিষয়টি নিয়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলা সভাপতি দলের শৃঙ্খলা রক্ষায় নির্দেশ দিতে পারতেন, কিন্তু তা তিনি করেননি বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি যাঁরা দলবিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube