নন্দীগ্রাম থেকে মমতার ফোনের পরেই টুইটারে বার্তা রাজ্যপালের
‘ভোটারদের ভোট দিতে দিচ্ছে না—ওরা। আপনি বিষয়টা একটু দেখুন।’ এবার রাজ্যপালের কাছে বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভোট দিতে না—দেওয়ার অভিযোগ করলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এই বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন, ‘কিছুক্ষণ আগেই সংশ্লিষ্টদের কাছ থেকে ফোনে যোগাযোগ করা হয়েছিল। আমি পূর্ণ আস্থা রাখছি, তাঁরা আইনের শাসন মেনে চলবেন। তাঁরা আত্মবিশ্বাস, চেতনা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন, যাতে গণতন্ত্র সমৃদ্ধ হয়।’
দ্বিতীয় দফার ভোট চলাকালীন এদিন তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোনে অভিযোগ জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।
ফোনে তিনি বলেন, ‘ ওরা সাধারণ ভোটারদের ভোট দিতে দিচ্ছে না। সকাল থেকে আমি বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেছি। তাই আমি আপনাকে আবেদন জানাচ্ছি বিষয়টি দেখুন।’