+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

চালু হচ্ছে এডিট টুইট অপশন।

নিজস্ব সংবাদদাতা - December 13, 2022 8:17 pm - তথ্যপ্রযুক্তি

চালু হচ্ছে এডিট টুইট অপশন।

চালু হচ্ছে এডিট টুইট অপশন। কোনও টুইট পোস্ট করার পর তা এখন থেকে এডিট করা যাবে বলে সোমবার জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তবে এই সুবিধা পাবেন শুধু মাত্র ‘টুইটার ব্লু’  ব্যবহারকারীরা। প্রাথমিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাসিন্দারা এই সুবিধা পাবেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে।

কয়েক মাস ধরেই ‘এডিট টুইট’ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছিল টুইটার। নতুন সুবিধা চালু হলে, প্রকাশ করা টুইট ৩০ মিনিটের মধ্যে সর্বোচ্চ পাঁচবার সম্পাদনা করা যাবে। তবে অন্য ব্যবহারকারীরাও জানতে পারবেন, টুইটের মূল লেখা সম্পাদনা করা হয়েছে। প্রকাশের কতক্ষণ পর টুইট সম্পাদনা করা হয়েছে, তাও দেখা যাবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube