+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

উবের তার কমার্শিয়াল গাড়ির চালকদের জন্য ভিশন করেকশন ক্যাম্প চালু করেছে

নিজস্ব সংবাদদাতা - July 13, 2022 10:43 am - কোথায় কি হচ্ছে!

উবের তার কমার্শিয়াল গাড়ির চালকদের জন্য ভিশন করেকশন ক্যাম্প চালু করেছে

কলকাতায় সড়ক নিরাপত্তার প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য পরিবহন দফতরের সঙ্গে হাত মিলিয়েছে উবের৷ ত্রুটিপূর্ণ দৃষ্টিশক্তির কারণে সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে, উবের শহরের কমার্শিয়াল গাড়ির চালকদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষার পাশাপাশি চশমা দেওয়ার জন্য এক মাসের একটি ভিশন করেকশন ক্যাম্প শুরু করেছে। এই ক্যাম্পে প্রধানত থ্রি এবং ফোর- হুইলার কমার্শিয়াল গাড়ির চালকদের অন্তর্ভুক্ত করা হবে। উল্লেখ্য, এটি এই ধরনের প্রথম ভিশন করেকশন ক্যাম্প। ক্যাম্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন, রাজ্য পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

ক্যাম্প সম্পর্কে কথা বলতে গিয়ে ফিরহাদ হাকিম, বলেন, “আমরা সড়ক দুর্ঘটনার কারণে মৃত্যু এবং আহত হওয়ার বিপদকে স্বীকার করি এবং সমাধানের জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় আমরা ছয় বছর আগে কলকাতায় সড়ক দুর্ঘটনা কমাতে ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ উদ্যোগ চালু করেছিলাম। যার ফলে আজ সড়ক দুর্ঘটনা অর্ধেকে নেমে এসেছে। সড়ক নিরাপত্তার প্রতি আমাদের প্রতিশ্রুতি অব্যাহত। সেই কথা মাথায় রেখে শহরের কমার্শিয়াল চালক ও যাত্রী উভয়েরই নিরাপত্তার স্বার্থে উবেরের এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি আশাপ্রকাশ করেন চালকদের সচেতনতা তৈরির পাশাপাশি এই ধরনের প্রচেষ্টা সকলের জন্য রাস্তা নিরাপদ করতে অনেক দূর এগিয়ে যাবে।”

 

পার্টনারশিপের বিষয়ে কথা বলতে গিয়ে, শিব শৈলেন্দ্রন সেকার, ডিরেক্টর- রিজিওনাল বিজনেস অপারেশনস অ্যান্ড সাপ্লাই গ্রোথ, উবার ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া, বলেন, “উবেরের কাছে নিরাপত্তা একটি সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা সকলের জন্য রাস্তা নিরাপদ করতে আমাদের সাধ্যমত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কলকাতা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে আমাদের পার্টনারদের লক্ষ্য হল রাস্তার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং শহরের কমার্শিয়াল চালকদের চোখ পরীক্ষা  এবং প্রয়োজনে তাদের চশমা প্রদান করা। বেশ কয়েকটি গবেষণায় এই সত্যটি হাইলাইট করা হয়েছে যে অনেক কমার্শিয়াল ড্রাইভার দৃষ্টি-সম্পর্কিত সমস্যাগুলি সম্পর্কে অবগত থাকে না এবং এগুলির ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। কমার্শিয়াল  ড্রাইভারদের সহায়তা প্রদানের মাধ্যমে, আমরা রাস্তাগুলিকে নিরাপদ করতে সাহায্য করার আশা করি।”  

 

উবের একটি গ্লোবাল এনজিও সাইট সেভারস-এর সাথে অংশীদারিত্ব করেছে, যেটি ৮টি ভারতীয় শহরে এই উদ্যোগের জন্য বিশেষজ্ঞ পরিষেবা প্রদানকারী হিসেবে কাজ করবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube