+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ভর্তুকির মেয়াদ আরও এক বছর

নিজস্ব সংবাদদাতা - March 8, 2024 12:53 am - দেশ

উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ভর্তুকির মেয়াদ আরও এক বছর

লক্ষ্য মহিলা ভোট। লোকসভা নির্বাচনের একবারে দোড়গোরায় উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ভর্তুকির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে দিল মোদি সরকার। ফলে এই প্রকল্পের আওতায় সিলিন্ডার প্রতি সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী পীযুষ গোয়েল।
নারী দিবসের আগের সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন, “২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকির মেয়াদ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর জন্য কেন্দ্রীয় সরকারের খরচ হবে ১২,০০০ কোটি টাকা।” এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক নারী দিবসে দেশের মহিলাদের প্রতি মোদি সরকারের উপহার বলে মন্তব্য করেছেন পীযুষ গোয়েল। সরকারি কর্মচারিদের জন্যও সুখবর দিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারি কর্মচারি এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতার হার ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করল মোদি সরকার। ১ জানুয়ারি ২০২৪ থেকে প্রযোজ্য হবে এই বর্ধিত মহার্ঘ ভাতা। এরফলে ৫০ লক্ষ কর্মচারি এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বাড়ি ভাড়া বাবদ ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গ্র্যাচুইটি সহ অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রেও ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান ২০২৪-২৫ অর্থবর্ষে কাঁচা পাটের দাম কুইন্টাল প্রতি ২৮৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য বেড়়ে হল কুইন্টাল প্রতি ৫,৩৩৫ টাকা। এরফলে বাংলা, অসমের মতো রাজ্যগুলির পাট চাষিরা উপকৃত হবেন বলে জানিয়েছেন পীযুষ গোয়েল।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube