ইউক্রেনে আটক প্রায় ১৬ হাজার ভারতীয়
গত কয়েক সপ্তাহে চার হাজার জন দেশে ফিরেছেন। কিন্তু এখনও আটক প্রায় ১৬ হাজার। এদিকে রুশ হামলার কারণে আকাশসীমা বন্ধ করেছে ইউক্রেনে। এবার তাই স্থপথেই আটক নাগরিকদের উদ্ধারের কথা ভাবছে বিদেশ মন্ত্রক। দেশের পশ্চিম সীমান্তে থাকা চার দেশের মাধ্যমে এই অভিযান করতে চাইছে বিদেশ মন্ত্রকের উদ্ধারকারী দলটি।
রাশিয়া পূর্ব সীমান্ত দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে। পশ্চিমে রয়েছে রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাক রিপাবলিক। আপাতত এসব দেশের মধ্যে দিয়ে ইউক্রেন সীমান্তে পৌঁছতে চাইছে বিদেশ মন্ত্রকের উদ্ধারকারী দল। ইতিমধ্যে এই চার দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশ সচিব হর্ষ বর্ধন শৃঙ্গলা জানিয়েছে, বায়ুসেনার বিমান প্রস্তুত রয়েছে। প্রয়োজন পড়লে তখনই উড়ে যাবে উদ্ধারে। ইউক্রেনের উজহোরোডের উল্টো দিকে রয়েছে হাঙ্গেরির জাহোনি সীমান্ত ঘাঁটি, পোল্যাল্ডের ক্রাকোইয়েক ঘাঁটি, স্লোভার রিপাবলিকের ভিসনে মেনেকে সীমান্ত, রোমানিয়ার সুসিয়াভা সীমান্তে পৌঁছে গিয়েছে বিদেশ মন্ত্রকের একটি করে দল। সেখান দিয়েই তাঁরা ইউক্রেন থেকে বের করে আনবে আটক নাগরিকেদের। বৃহস্পতিবারই ইউক্রেনে মার্শাল আইন জারি হয়। ফলে সেদেশে যাতায়াত এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। সেকথা জানিয়েছিল খোদ ভারতীয় বিদেশ মন্ত্রক। ইউক্রেনে আটক নাগরিকদের বলেছিল, যে যেখানে আছেন, সেখানেই যেন থাকেন। ঘর ছেড়ে যেন বের না হন। সেদেশে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখন পর্যন্ত বিদেশ মন্ত্রকের কন্ট্রোল রুম ৯৮০টি ফোন ধরেছে। ৮৫০টি মেলের জবাব দিয়েছে।