+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

UPI লেনদেন ব্যয়বহুল হতে চলেছে।

নিজস্ব সংবাদদাতা - April 4, 2023 9:57 am - ব্যবসা

UPI লেনদেন ব্যয়বহুল হতে চলেছে।

১ এপ্রিল থেকে কার্যকরী হবে। UPI-এর মাধ্যমে মার্চেন্ট লেনদেনের উপর ‘প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (PPI)’ চার্জ বসানোর সুপারিশ করা হয়েছে সার্কুলার এ । আপনি যদি Google Pay, Phone Pay অথবা Paytm দিয়ে টাকা আদান-প্রদান করেন, তাহলে হতবাক হতে পারেন। কারণ ১ এপ্রিল, ২০২৩ থেকে, UPI লেনদেন ব্যয়বহুল হতে চলেছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) UPI অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১ এপ্রিল থেকে ২,০০০ টাকার উপরে লেনদেনের উপর ১.১ শতাংশ সারচার্জ দিতে হবে। এই চার্জটি মার্চেন্টকে দিতে হবে। অর্থাৎ ব্যবসায়ীদের কে পেমেন্ট করার সময় গ্রাহকদেরকে দিতে হবে। ওয়ালেট বা কার্ডের মাধ্যমে লেনদেন PPI তে আসে। আর ইন্টারচেঞ্জ ফি সাধারণত কার্ড পেমেন্টে যুক্ত থাকে। ফলে ডিজিটাল মোডের মাধ্যমে করা অর্থপ্রদান এবার ব্যয়বহুল হয়ে উঠবে। NPCI-এর সার্কুলারের ভিত্তিতে, ১ এপ্রিল থেকে, Google Pay, Phone Pay এবং Paytm-এর মতো ডিজিটাল মাধ্যমে করা পেমেন্টগুলি ব্যয়বহুল হবে। যার ফলে আপনি যদি ২,০০০ টাকার বেশি মার্চেন্ট কে দেন, তাহলে আপনাকে সেই পেমেন্টের জন্য এক্সট্রা টাকা দিতে হবে। তবে সাধারন পেমেন্ট এর ক্ষেত্রে কোন পরিবর্তন হচ্ছে না।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube