বৃহস্পতিবার ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা
বোমাবাজি, গুলি চলেছে। মারা গিয়েছেন অন্তত ১৮ জন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। বৃহস্পতিবার দিনহাটার কালমাটিতে গুলিবিদ্ধ অন্তত তিন।
বৃহস্পতিবার নির্বাচনে প্রচারের শেষ দিনে বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কালমাটি এলাকা। সূত্রের খবর, শেষলগ্নে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন গেরুয়া শিবিরের লোকজন। অভিযোগ, তখনই তাঁদের উপর হামলা হয়। এই ঘটনায় অন্তত তিনজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। ঘটনার খবর পেতেই হাজির হয় বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় জখম হয়েছেন আরও এক বিজেপি কর্মী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। এদিকে, বৃহস্পতিবারই দক্ষিণ ২৪ পরগনার কুলপির দৌলতপুরে মৃত্য হয়েছে এক কংগ্রেস কর্মীর। জানা গেছে, গত সোমবার ওই কংগ্রেস কর্মী ভোটপ্রচারে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় তাঁর উপর দুষ্কৃতীরা হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। গুরুতর জখম হন ওই কংগ্রেস কর্মী। বৃহস্পতিবার হাসপাতালে তিনি মারা যান।