ভ্যাকসিন নেই, রাজ্যে ১৮ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ হবে না, জানাল স্বাস্থ্য দফতর
করোনার টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য দফতর। ১৮ বছরের উর্ধ্বে কারোর করোনা টিকাকরণ এখন হবে না রাজ্যে। তার অন্যকম কারন ভ্যাকসিন সংকট। এই নিয়ে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল স্বাস্থ্য দফতর। টিকার অভাবে একাধিক হাসপাতালে টিকাকরণ এখন বন্ধ রয়েছে। এই পরিস্থিতি নতুন করে ১৮ বছরের উর্ধ্বদের টিকাকরণ সম্ভব নয় বলে জানানো হয়েেছ।
সরকারি বেসরকারি কোনও হাসপাতালেই করোনার টিকা পাওয়া যাচ্ছে না। একাধিক সরকারি হাসপাতালে টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন মানুষ। প্রবল বিক্ষোভের মুখেও পড়তে হচ্ছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের। আজ সকাল থেকে অধিকাংশ সরকারি হাসপাতালে টিকার ভাবে করোনা টিকাকরণ হচ্ছে না।