ভিনরাজ্য থেকে বাংলায় ঢুকতে লাগবে করোনাভাইরাস পরীক্ষা রিপোর্ট
ভিনরাজ্য থেকে বাংলায় ঢুকতে হলে এবার থেকে বাধ্যতামূলকভাবে করোনাভাইরাস পরীক্ষা রিপোর্ট লাগবে। এমনটাই জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নবান্নের তরফে জানানো হয়েছে, যাঁরা বাইরে থেকে আসতে চাইবেন, তাঁদের আরটিপিসিআর টেস্টের পর বাংলার ঢোকার অনুমতি দেওয়া হবে। রাজ্যে আসার ৭২ ঘণ্টা আগে পরীক্ষা করতে হবে।
এদিন ১১ দফা নির্দেশ জারি করেছে রাজ্য সরকার৷ মূলত মানুষের জনসমাগম হয় যেখানে, সেখানে যাতে স্বাস্থ্য বিধি মানা হয় তার জন্যই এই নতুন গাইডলাইন। এখন অবশ্য রাজ্যে ভোট চলছে। যে ১১ দফা গাইডলাইন দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে—এক, সমাগম হয় এমন সমস্ত জায়গায়, গণপরিবহণে মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার করা, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলি মানতে হবে। সেজন্য স্থানীয় প্রশাসনকে নজরদারি চালাতে হবে৷