+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বিরাট এর চুল কাটলেন আলিম হাকিম

কে কে মল্লিক - March 17, 2025 12:12 pm - দেশ

বিরাট এর চুল কাটলেন আলিম হাকিম

চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন সদ্য । কেরিয়ারের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের টুর্নামেন্টে ব্যাট হাতেও নজর কেড়েছেন ভারতীয় ঞিকেটর বিরাট কোহলি | কে-ই বা ভুলতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তাঁর দুরন্ত সেঞ্চুরি। ১০০ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। আর এবার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর নিজের চেহারাই বদলে ফেললেন বিরাট।
তাঁর নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। উচ্ছ্বসিত ভক্তরা। বলাবলি শুরু হয়ে গিয়েছে, অধরা আইপিএলে এবার নতুন উদ্যমে ঝাঁপাবেন বিরাট। সেই কারণেই যেন নতুন চেহারায় ধরা দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তা হইচই ফেলে দিয়েছে।

সম্প্রতি, নামী হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম বিরাটের নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সঙ্গে কোহলিকে ‘গোট’ অর্থাৎ সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবেও উল্লেখ করেছেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতের জার্সিতে শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া বাকি সব আন্তর্জাতিক ট্রফি জেতা হয়ে গিয়েছে কোহলির।
তবে এখনও আইপিএল জেতার স্বাদ পাননি তিনি। নতুন চুলের স্টাইলে কি আইপিএল ভাগ্য বদলাবে তাঁর? জোর জল্পনা ভক্তদের মধ্যে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ ম্যাচে কোহলির রান ২১৮। গড় ৫৪.৫। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি ছাড়াও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করেন কোহলি।
আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে অষ্টদশ আইপিএল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচটি হবে ইডেন গার্ডেন্সে। ম্যাচের টিকিট কার্যত নিঃশেষ। অপেক্ষা শুরু হয়ে গিয়েছে। কবে কলকাতায় পা রাখবেন কোহলি, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে।

আর কলকাতার জন্য এবার নতুন সারপ্রাইজ আনছেন কিং কোহলি। কারণ, এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁর নতুন হেয়ারস্টাইলও দেখা যাবে। দিন দুয়েক এর মধ্যেই আরসিবি-র প্রস্তুতি শিবিরে যোগ দেবেন কোহলি। আর সেখানে নতুন চেহারায় দেখা যাবে তাঁকে


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube