+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ভার্চুয়ালি ২১ জুলাই পালন করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ

নিজস্ব সংবাদদাতা - July 20, 2022 12:10 am - রাজ্য

ভার্চুয়ালি ২১ জুলাই পালন করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ

করোনা সংক্রমণ বাড়ছে দিনে দিনে, রাজ্য এবং দেশের দৈনিক সংক্রমণ দেখে কপালে চিন্তার ভাঁজ।

আজ, মঙ্গলবার সন্ধ্যায় সেই মামলার রায় দেবে আদালত। ২০২০ এবং ২০২১, দু’বছর করোনার কারণে ভার্চুয়ালি পালিত হয়েছে তৃণমূলের শহিদ দিবস। কালীঘাট থেকে ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃতীয় দফায় জয়লাভের পরেও কোন জনসমাবেশ হয়নি। দলের তরফে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার রাজপথে হবে ২১ জুলাইয়ের অনুষ্ঠান। প্রধান বক্তা থাকবেন মমতা ব্যানার্জি। ধর্মতলায় হাজির থাকবেন হাজার হাজার কর্মী সমর্থক।

গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে একপ্রকার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। জেলায় জেলায় প্রস্তুতি সভা, চেন ফ্ল্যাগে আর পোস্টারে প্রচার চলছে জোরকদমে। শাসক দলের নেতা মন্ত্রীরাই জানিয়েছেন, এবার রেকর্ড জনসমাগম হবে, যা ভেঙে দেবে তৃণমূলেরই পুরনো রেকর্ড। কিন্তু প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তে এসে ২১ জুলাই নিয়ে মামলা দায়ের হয়েছে আদালতে।

মামলাকারী চিকিৎসকের আর্জি, হয় ভার্চুয়ালি হোক ২১ জুলাইয়ের অনুষ্ঠান, অথবা মানা হোক সমস্ত বিধিনিষেধ। তাঁর বক্তব্য, দিনে দিনে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে আট-দশ লক্ষ মানুষের সমাগম হলে সংক্রমণ বাড়বে ব্যাপক হারে। রাজ্যের তরফ থেকে করোনা নিয়ন্ত্রণে বেশ কিছু নিয়মকানুনের কথাও বলা হয়েছে। ২১ জুলাই নিয়ে দায়ের হওয়া মামলার রায়দান হবে আজ। মঙ্গলবার সন্ধেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই মামলার রায়দান করবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube