ভোট স্থগিত রাখতে মামলা দায়ের সুপ্রিমকোর্টে
চলতি সপ্তাহেই দৈনিক সংক্রমণ লাখের গণ্ডি ছাড়ায়৷ তারপর থেকে দৈনিক আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বগামী৷ এই পরিস্থিতিতেই দেশের পাঁচ রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চার রাজ্যে ইতিমধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হলেও বাংলায় এখনও পাঁচ দফা নির্বাচন বাকি। এহেন পরিস্থিতিতে করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য জুড়ে চলছে প্রচার। তবে করোনা ঠেকাতে এবার এই নির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়ে মামলা দায়ের হল সুপ্রিমকোর্টে।