পঞ্চম দফা ভোট চলাকালীন বৃষ্টি শুরু হল দক্ষিণবঙ্গে।
সকাল থেকে মেঘলা আকাশ। বেলা গড়াতেই স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পূর্বাভাস সত্যি করে পঞ্চম দফা ভোট চলাকালীন বৃষ্টি শুরু হল দক্ষিণবঙ্গে। বৃষ্টি মাথায় নিয়েই ভোটকেন্দ্রে হাজির অগণিত মানুষ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গেও সোমবার এবং মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।