এক মহিলাকে অন্য এক মহিলা ভোট দিতে সাহায্য করছে
শিবপুর বিধানসভা এলাকার বান্টরা রাজলক্ষী বিদ্যালয় হাওড়ার কুচিল সরকার লেনের রুম ৩ বুথে, ৯ টার সময় দেখা গেল এক মহিলাকে অন্য এক মহিলা ভোট দিতে সাহায্য করছে ভোটিং মেশিনে। মহিলা সমন্বিত ভোট কর্মীরা নির্বাক। এই বুথে ভোটও চলছে মন্থর গতিতে।