+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ভোটার সচেতনতা প্রতিযোগিতা শুরু হোল

বুদ্ধদেব মন্ডল - February 25, 2022 7:28 pm - রাজ্য

ভোটার সচেতনতা প্রতিযোগিতা শুরু হোল

আমার ভোট আমার ভবিষ্যৎ- ভোটার সচেতনতা প্রতিযোগিতা

জাতীয় নির্বাচন কমিশন আয়োজিত সচেতনতা প্রতিযোগিতা- “আমার ভোট আমার ভবিষ্যৎ- একটি ভোটের ক্ষমতা” শুরু হলো । চলবে ২৫ মার্চ ২০২২ পর্যন্ত। এই প্রতিযোগিতা পাঁচটি বিভাগে বিভক্ত, ক্যুইজ, স্লোগান, সংগীত, ভিডিও তৈরি ও পোস্টার ডিজাইন।
সংগীত, ভিডিও তৈরি ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতাগুলি তিনটি ক্যাটাগরীর মানুষদের জন্য বিভাজিত।

ইনস্টিটিউশনাল – যারা স্কুল কলেজে পড়াশুনা করছে তাদের জন্য।
প্রফেশনাল – যাদের জীবনযপনের মূলসূত্র হলো এইসব বিষয়।
অ্যামেচার – যারা বিষয়টিতে পটু কিন্তু অন্য পেশায় যুক্ত।

সংগীত, ভিডিও তৈরি ও পোস্টার ডিজাইন এই তিনটি বিভাগে ইনস্টিটিউশনাল, প্রফেশনাল ও অ্যামেচার ক্যাটাগরীতে চারটি করে ও স্লোগান প্রতিযোগিতার জন্য চারটি করে পুরস্কার দেওয়া হবে। ক্যুইজ বিভাগে তিনটি ধাপ – সহজ, অন্তর্বর্তী ও কঠিন। এই তিনটি ধাপ অতিক্রম করে পুরস্কার পাবেন প্রতিযোগীরা। পুরস্কার হোল কমিশনের অনুপ্রেরণামূলক পণ্য ও ব্যাজ। এছাড়া এই বিভাগে প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।

Website: https//ecisveep.nic.in/contest/

পাঠাতে হবে voter-contest@eci.gov.in
এই ঠিকানায়।

খবরটি হাওড়ার জেলাশাসক ও জেলা নির্বাচন অফিসার মুক্তা আর্য কর্তৃক প্রচারিত।

About the contest

The National Voter Awareness Contest by the Election Commission of India’s SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) programme taps into the talent and inventiveness of young people, while also strengthening democracy through their active involvement. Accessible for all age groups, it aims at celebrating ideas and content curated on the theme of importance of every single vote in a democracy.

So sing, write, create, draw and buzz, let your creativity contribute to the building of democracy.


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube