চতুর্থ দফার ভোটের হাইভোল্টেজ আসন
চতুর্থ দফার ভোটের বেজনা বেজে গিয়েছে। আর এবারের ভোটে একাধিক হাইভোল্টেজ আসন রয়েছে। রণাঙ্গনে যেমন পোড় খাওয়া নেতারা রয়েছেন, তেমনই রয়েছেন নবাগত বহু শিল্পী ও তারকা প্রার্থী। সবমিলিয়ে জমজমাট চতুর্থদফার ভোট। একনজরে দেখা যাক, এই পর্বের ভোটে যুযুধান ভোটযুদ্ধ কোন কোন কেন্দ্রে হতে পারে।
চণ্ডীতলা
হুগলির চণ্ডীতলা আসনে এবার সিপিএমের পোড় খাওয়া নেতা মহম্মদ সেলিম রয়েছেন। বহুদিনের বাংলার রাজনীতির এই হেভিওয়েট নেতার বিরুদ্ধে এলাকায় তৃণমূলের জনপ্রিয় নেত্রী স্বাতী খন্দকার লড়ছেন।
চণ্ডীতলার বুকে খন্দকারদের দাপুট কারো অজানা নয়। সেই জায়গায় বিজেপির প্রচারে ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছেন যশ দাশগুপ্ত। টলিউডের এই নবাগত বাকি দুই হেভিওয়েটকে কতটা যুদ্ধ দিতে পারেন,তা নিয়ে জমে উঠেছে চণ্ডীতলার লড়াই।
চুঁচুড়া
তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের খাসতালুক চুঁচুড়া। গত বিধানসভায় তাঁর জয়ের পর থেকে এলাকা জুড়ে ঘাসফুলের দাপট চোখে পড়ার মতো। সেই জায়গায় লোকসভা ভোটে কার্যত বাজিমাত করে দেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এই বিজেপি সাংসদ এবার চুঁচুড়ার বিধানসভা ভোটের প্রার্থী। ফলে লকেট বনাম অসিতের যে ‘কাঁটে কি টক্কর’ হবেই তা বলাই বহুল্য।
ডোমজুড়
তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়দের ভাগ্য পরীক্ষা রয়েছে ১০ এপ্রিল। চতুর্থদফা ভোটে তিনি ডোমজুড়ের বুকে প্রেস্টিজ ফাইটে নামছেন। বিপক্ষে রয়েছেন তৃণমূলের কল্যাণ ঘোষ।
সিঙ্গুর
হাইভোল্টেজ লড়াইয়ের জন্য চতুর্থদফার ভোট সকলের নজরে থাকবে। এই পর্বের ভোটে সিঙ্গুর থেকে বিজেপি প্রার্থী মমতার প্রাক্তন সৈনিক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অন্যদিকে, তৃণমূল
এখানে বেচারাম মান্নার ওপর ভরসা রেখেছে। বেচারাম বনাম রবীন্দ্রনাথের যুদ্ধের মাঝেই বামেদের প্রার্থী সৃজন ভট্টচার্য ভোট প্রচারের প্রথম থেকেই নজর কাড়ছেন।
টালিগঞ্জ
চতুর্থ দফার ভোটে টালিগঞ্জে দুই মন্ত্রীর লড়াই পারদ চড়াচ্ছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী ,আরেকজন রাজ্যসরকারের মন্ত্রী। অরূপ বিশ্বাস বনাম বাবুল সুপ্রিয়র লড়াই নিয়ে টাালিগঞ্জ কার্যত সরগরম।
দুই বেহালা
একদিকে বেহালা পূর্বে কার্যত তিন নারীর লড়াই। শোভন চট্টোপাাধ্যায়ের খাসতালুকে এবার ভাগ্য পরীক্ষা তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের। তাঁর বিরুদ্ধে রয়েছেন টলিউডের স্টার পায়েল সরকার। বিজেপির টিকিটে লড়তে নেমে এই এলাকায় প্রচারে বহু জায়গায় বাধা পেয়েছেন পায়েল। এদিকে, বামেদের হয়ে এই কেন্দ্রে লড়াইয়ে রয়েছেন শমিতা হর চৌধুরী। অন্যদিকে বেহালা পশ্চিমে হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন বিজেপির স্টার প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায।
বালি
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী বৈশালী ডালমিয়ার সাথে তৃণমূলের প্রার্থী রানা চট্টোপাধ্যায় ভোটযুদ্ধে রয়েছেন। এদিকে, বামেদের তরফে ইতিমধ্যেই এলাকায় নজর কেড়েছেন দীপ্সিতা ধর।
কসবা
কসবা কেন্দ্র বামেদের প্রতিনিধি শতরূপ ঘোষ। এবার এই কেন্দ্র থেকে হারলে তাঁর হারের হ্যাট্রিক হবে বলে ইতিমধ্যেই বিরোধীরা কটাক্ষ শুরু করেছেন। এদিকে, এই পাওয়ারপ্যাক যুদ্ধে তৃণমূলের প্রার্থী রয়েছেন জাভেদ খান। বিজেপির তরফে রয়েছেন ইন্দ্রনীল খাঁ।
চন্দননগর
চন্দননগর থেকে এবারেও মমতার ভরসার পাত্র রাজ্য়ের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন। এদিকে, বিজেপি তাঁর বিরুদ্ধে দীপাঞ্জন গুহকে দাঁড় করিয়েছে।
ভাঙড়
মুসলিম অধ্যুষিত ভাঙড়ে গড় ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ মমতার কাছে। সেই জায়গা থেকে এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার তরফে প্রার্থী হচ্ছেন খোদ আব্বাসের ভাই নৌসাদ। এই কেন্দ্রে মমতার তুরুপের তাস রেজাউল করিম। তৃণমূলের আরাবুলের আধিপত্যের জায়গায় রেডাউলের প্রার্থীপদ মমতার ঘরে কোন সাফল্য আনে সেদিকে নজর সকলের।
আলিপুরদুয়ার
১০ এপ্রিল ত্তরবঙ্গের একাংশেও ভোট। সেখানে আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলাল। যাঁর বিরুদ্ধে তৃণমূলের হাইভোল্টে সৈনিক সৌরভ চক্রবর্তী রয়েছেন।
দিনহাটার যুদ্ধ
দিনহাটায় তৃণমূল অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে ফের চাঙ্গা হওয়ার চেষ্টায়। সেখানে উদয়ন গুহ মমতার তুরুপের তাস। বিপক্ষে বিজেপির কালো ঘোড়া সাংসদ নিশীথ প্রমাণিক।
নাটাবাড়ি
তৃণমূলত্যাগী মিহির গোস্বামীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে নাটাবাড়ি কেন্দ্র থেকে। তিনি বিজেপির প্রার্থী হিসাবে ভোট লড়ছেন। তাঁর বিরুদ্ধে ভোট যুদ্ধের লড়াইয়ে নেমেছেন রবীন্দ্রনাথ ঘোষ।