+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ভৃগুরাম জুয়েলার্স এর ধনতেরাস ধনলক্ষ্মী অফার

নিজস্ব সংবাদদাতা - October 26, 2021 10:31 am - লাইফস্টাইল

ভৃগুরাম জুয়েলার্স এর ধনতেরাস ধনলক্ষ্মী অফার

ধন কথার অর্থ হল ধনসম্পত্তি। আর তেরাস বলতে বোঝায় ত্রয়োদশীর দিনকে। অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তেরো নম্বর দিনকে ইঙ্গিত করে এটি।  দীপাবলির উৎসব চলে পাঁচ দিন ধরে। ধন সম্পদের দেবতা কুবের। তাই এ দিন কুবেরও লক্ষ্মীর আরাধনা করা হয়। কথিত রয়েছে, দুর্বাশা মুনির অভিশাপে স্বর্গ থেকে লক্ষ্মীদেবীকে তাড়িয়ে দেওয়া হয়। তিনি সাগরে গিয়ে বাস শুরু করেন। এর পরে রাক্ষসদের সঙ্গে লড়াই করে দেবতারা ফিরে পান তাদের লক্ষ্মীকে। অনেকে আবার বলেন, প্রাচীন রাজা হিমের ছেলের ভাগ্যে লেখা ছিল বিয়ের পরে চতুর্থ রাতে সর্প দংশনে তার মৃত্যু হবে। তখন সদ্য বিবাহিতা স্ত্রী স্বামীর প্রাণ বাঁচাতে নিজের যাবতীয় গয়না অলংকার ঘরের দরজায় জড়ো করে রেখে দেন। এবং প্রদীপ জ্বালিয়ে রাখেন দুয়ারে। যম প্রবেশ করতে গেলে সোনার ছটায় তার চোখ ধাঁধিয়ে যায়। সেই থেকে ধনসম্পদের আরাধনা শুরু হয়।  বলা হয় এ দিন ধাতু কিনলে তার জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী নিজে আসেন সেই বাড়িতে। তাই এ দিন মূল্যবান ধাতু কে‌নার ধুম পড়ে। সোনার-রূপোর দোকানে চলে নানা আকর্ষণীয় অফার। অনেকেই সমৃদ্ধির বিশ্বাসে এ দিন সোনা বা রূপোর গয়না থেকে কয়েন বা প্রতীকী কিছু কেনেন। তাই হাওড়া এর ভৃগুরাম জুয়েলার্স এও থাকছে ধনতেরাস ধনলক্ষী অফার । প্রচুর কালেকশন । দেরি না করে চলে আসুন হাওড়া ময়দান এর চিন্তামনি দে রোড আর সালকিয়া তে শ্রী অরবিন্দ রোড এর শোরুম এ । থাকছে গয়নার মজুরিতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। পুরানো হলমার্ক এর গয়নাই ১০০ শতাংশ মূল্য । হীরের গয়নাই থাকছে ১০ শতাংশ ছাড় । আর প্রত্যেক কেনাকাটায় পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার ।

 


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube