+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এসোসিয়েশনের হাওড়া শাখার উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা - July 8, 2021 11:56 am - কোথায় কি হচ্ছে!

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এসোসিয়েশনের হাওড়া শাখার উদ্যোগে রক্তদান শিবির

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এসোসিয়েশনের হাওড়া শাখার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ৩, জুন হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে বঙ্কিম চন্দ্র চট্রপাধ্যায়ের ১৮৩ তম জন্ম দিবস স্মরণে এই রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
জেলা শাসক মুক্তা আর্য বঙ্কিমচন্দ্র চট্রপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে এদিনের রক্তদান শিবিরের শুভারম্ভ করেন। তিনি তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্রপাধ্যায় দীর্ঘদিন ডেপুটি ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত থাকার সুবাদে হাওড়া জেলার ঐতিহ্য আজও ইতিহাস সাক্ষ্য বহন করে চলেছে। জেলাশাসক মুক্তা আর্য সহ উপস্থিত ছিলেন প্রশিক্ষণ রত নবাগতা আই এ এস অনন্যা সিং,সদর মহকুমা শাসক তরুন ভট্রাচার্য,পঞ্চায়েত দপ্তরের অতিরিক্ত জেলাশাসক সৌমেন পাল,হাওড়া উন্নয়ন সংস্থার আধিকারিক জ্যোতির্ময় তাঁতি, ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর ডি আর ডি সি দেবব্রত রায় প্রমুখ। শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube