বিশ্বব্যাংক এর হিসাবে চলতি অর্থবর্ষে ৮.৫ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধি ভারতের
কোভিড অতিমারির দুর্দশার মাঝেই, সুখবর দিল বিশ্বব্যাঙ্ক । সারা বিশ্বের নিরিখে, বড় অর্থনীতির দেশ হিসেবে, দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির প্রশ্নে দ্বিতীয় স্থানে ভারত। প্রথমে রয়েছে চিন। বিশ্বব্যাঙ্ক এর হিসাব অনুযায়ী, চলতি অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হতে চলেছে ৮.৩ শতাংশ। এগিয়ে থাকা চিনের সঙ্গে ব্যবধান মাত্র ০.২ শতাংশের। চলতি বছরের জানুয়ারি মাসে, বিশ্বব্যাঙ্ক এর করা সমীক্ষা অনুযায়ী অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাব্য হিসাব ছিল ৫.৪ শতাংশ। যা বর্তমান হিসাবের চেয়ে ২.৯ শতাংশ কম। যদিও এই বছরের এপ্রিল মাসেই বিশ্বব্যাঙ্ক যে সমীক্ষা দিয়েছিল, তাতে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা ছিল ১০.১ শতাংশ। যা বর্তমান সমীক্ষার চেয়ে প্রায় ১.৭% বেশি। সব মিলিয়ে কোভিড ১৯ পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতিতে দেশ চালকের আসনে থাকবে– এমনটাই মনে করা হচ্ছে। এদিন, নিজেদের রিপোর্টে ভারতের কবিড পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতির ভূয়সী প্রশংসা করেছে বিশ্বব্যাংক। তাদের মতে, ভারতীয় অর্থনীতির এই বৃদ্ধির সম্ভাব্য কারন হিসাবে, উন্নত পরিকাঠামোয় বিনিয়োগ, সঠিক পরিকল্পনা, গ্রামীণ উন্নয়ন ও স্বাস্থ্য পরিষেবায় উন্নতি- এই চারটি বিষয়কে ধরা যেতে পারে। ভারতের পাশাপাশি দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি হতে চলেছে ভূটান ও বাংলাদেশেরও। দুই দেশেরই সম্ভাব্য অর্থনৈতিক বৃদ্ধির সংখ্যা ৫ শতাংশ। তবে ভাঁড়ার শুন্য পাকিস্তানের। তাদের সম্ভাব্য বৃদ্ধির পরিমাণ মাত্র ২ শতাংশ।