অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের দুর্গোৎসব ২০২৩ র ভাবনা ZOOMORPHISM.
অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের দুর্গোৎসব ২০২৩ র ভাবনা ZOOMORPHISM. রূপকার সম্রাট ভট্টাচাৰ্য। Zoomorphism বহুল প্রচলিত শব্দ নয়। Zoo মানে পশু আর morphic মানে pattern। পশুর শরীরের সঙ্গে যেকোনো কিছুর মিশ্রনে যে অবয়ব /শরীর তৈরি হয়, তার নাম zoomorphic। যখন কোনো বস্তুর সঙ্গে পশুর শরীরের মিলন হয়, যেমন কোনো ফুলদানি, দরজার হাতল, তখন সেটা zoomorphic pattern, আর যখন সেটা কোনো প্রাণীদেহের সঙ্গে যুক্ত হয়, তখন সেটা zoomorphic charecter. যেমন সিদ্ধিদাতা গণেশ, হনুমান, জটায়ু, বিষ্ণুর প্রথম চার অবতার – মৎস, কুর্ম, বরাহ আর নৃসিংহ।
কেন এই ভাবনা?
সৃষ্টির আদিতে যখন মানুষ আর পশুরা সমান ছিল, তখন পশুরা ছিল পূজিত। বহু পৌরাণিক কাহিনী এবং গুহাচিত্র থেকে আমরা তার নিদর্শন পাই। কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই দেবদেবী মানুষ রুপী হয় আর পশুরা হয় বাহন। শুরু হয় পশুদের অবহেলা, অত্যাচারের কাহিনী। সেই যুগে কিছু ঋষি মুনি আন্দাজ করেছিলেন পশুদের বর্তমান অবস্থা। সৃষ্টি করেছিলেন পশু ও মানব মিলিয়ে কিছু চরিত্র, পশুদের সম্মানের আসনে বসানোর জন্য। সময়ের সাথে সেই সব চরিত্র আমরা ভুলে গেছি। সেই zoomorphic চরিত্র লোকের সামনে তুলে ধরে পশুদের সম্মানের জায়গা ফিরিয়ে দেয়াই আমাদের এভরের পূজোর ভাবনা।
আসুন, durgapuja art fesitival উপভোগ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে।