+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বিশ্বের প্রথম সূচবিহীন প্রতিষেধক জাইডাস ক্যাডিলার টিকাকে ভারতের ছাড়পত্র

নিজস্ব সংবাদদাতা - August 21, 2021 10:29 am - দেশ

বিশ্বের প্রথম সূচবিহীন প্রতিষেধক জাইডাস ক্যাডিলার টিকাকে ভারতের ছাড়পত্র

চিত্র সৌজন্যে: Business Standard

এবার ১২ থেকে ১৮ বছর বয়সিরা করোনার টিকা পেতে চলেছে। প্রাপ্তবয়স্করাও এই টিকা নিতে পারে। কারণ ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের (ডিসিজিএল) তরফে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছে জাইডাস ক্যাডিলার তিন ডোজের ভ্যাকসিনকে। জানা গেছে, এই টিকার নিরাপত্তা, কার্যকারিতার হার (এফিকেসি) এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি ইত্যাদি সমস্ত দিক ভাল করে দেখে নেওয়া হয়েছে। এও জানা গেছে, পৃথিবীর প্রথম সূচবিহীন টিকা এটিই। সেই সঙ্গে এটাই প্রথম ডিএনএ টিকা। সংস্থার তরফে টিকার নাম দেওয়া হয়েছে জাইকোভ-ডি। জানা গেছে, জাইকোভ-ডি তিন ডোজের এক ইন্ট্রাডার্মাল টিকা যাতে সূচ ব্যবহারের প্রয়োজন নেই। ইন্ট্রাডার্মালের অর্থ এই টিকা পেশিতে বা শিরায় নয় দেওয়া হবে মানুষের ত্বকের মধ্যেই, ফলে সূচ ফোটানোর দরকার পড়ে না। চিকিৎসকরা জানিয়েছেন, এর ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনাও কমে যাবে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, আরটি-পিসিআর রিপোর্টে পজিটিভ এবং উপসর্গযুক্ত কোভিড রোগীর ক্ষেত্রে ৬৬.৬ শতাংশ এফিকেসি লক্ষ করা গেছে। তিন ডোজ নেওয়ার পরে এফিকেসি ১০০ শতাংশ বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, বিজেপি-র পক্ষ থেকে এই ঘোষণার পর টুইট করে তুমুল উল্লাস প্রকাশ শুরু হয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube