+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

অক্সফোর্ডের তৈরি কোভিড ভ্যাক্সিনের ট্রায়াল পুনরায় চালু

নিজস্ব সংবাদদাতা - September 12, 2020 10:28 pm - আন্তর্জাতিক

অক্সফোর্ডের তৈরি কোভিড ভ্যাক্সিনের ট্রায়াল পুনরায় চালু

অক্সফোর্ডের তৈরি কোভিড ভ্যাক্সিনের ট্রায়াল পুনরায় চালু

ব্রিটিশ মেডিসিন হেল্থ রেগুলেটরি কমিটি (এমএইচআরএ) থেকে সবুজ সংকেত পেয়ে ফের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিষ্কৃত কোভিড ভ্যাক্সিন-এর ট্রায়াল চালু করল টিকা নির্মাতা সংস্থা অ্যাস্ট্রা জেনেকা।

শনিবার সংস্থার তরফে এই ঘোষণা করে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ‘ব্রিটেনে অ্যাস্ট্রা জেনেকা অক্সফোর্ড করোনাভাইরাস ভ্যাক্সিন AZD1222-এর ক্লিনিক্যাল ট্রায়াল ফের চালু হয়েছে। ব্রিটেন সরকারের মেডিসিন হেল্থ রেগুলেটরি কমিটি (এমএইচআরএ) এই ভ্যাক্সিন-এর ট্রায়াল নিরাপদ ঘোষণা করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে ভ্যাক্সিন ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেয় এমএইচআরএ।

এ দিনের বিবৃতিতে বলা হয়েছে, প্রচলিত পর্যালোচনা প্রক্রিয়ায় ভ্যাক্সিনের নিরাপত্তা সম্পর্কিত তথ্য যাচাইয়ের কারণে বিশ্বজুড়ে স্বাধীন কমিটি ও আন্তর্জাতির নিয়ন্ত্রক সংস্থাগুলির উদ্যোগে সমগ্র ট্রায়াল পদ্ধতি স্থগিত রাখা হয়। এবার ব্রিটিশ কমিটি তার অনুসন্ধান সম্পূর্ণ করে এমএইচআরএ-কে জানিয়েছে, ব্রিটেনে এই ভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল নিরাপদ।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube