+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

অনুব্রতর কর্মিসভায় আদিবাসী মহিলা তৃণমূলকর্মীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হল

নিজস্ব সংবাদদাতা - September 19, 2020 12:02 pm - রাজ্য

অনুব্রতর কর্মিসভায় আদিবাসী মহিলা তৃণমূলকর্মীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হল

অনুব্রত মণ্ডলের কর্মিসভায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মুখ খোলায় মাইক্রোফোন কেড়ে নেওয়া হল এক তৃণমূলকর্মীর। বৃহস্পতিবার সিউড়ি ১ নম্বর ব্লকের কর্মিসভার সময় এই ঘটনা ঘটে। ঘটনায় পরিপেক্ষিতে বিজেপির দাবি, যে অভিযোগ এতদিন বিরোধীরা করছিল, তা এখন নিজের দলের কর্মীদের মুখেই শুনতে হচ্ছে কেষ্টবাবুকে।
বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের কর্মিসভা সোশ্যাল সাইটে সরাসরি সম্প্রচার করছে তৃণমূল। আর তাতে মাঝে মাঝেই শোনা যাচ্ছে বিদ্রোহের সুর। সেই বিদ্রোহ চাপা দিতে কখনো ধমক, কখনো আবার মাইক্রোফোন সরিয়ে নেওয়ার হচ্ছে। যেমন হল এদিন।

এদিন তৃণমূল পরিচালিত নগরি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দলের এক মহিলা কর্মী গুরুতর অভিযোগ করেন। তিনি বলতে শুরু করেন, পঞ্চায়েতে আমাকে গুরুত্ব দেওয়া হয় না। আদিবাসী হওয়ায় আমার কথা শোনা হয় না। এই পর্যন্ত বলার পরই মহিলার সামনে থেকে মাইক্রোফোন সরিয়ে নেন আয়োজকরা।

ঘটনায় শাসকদলকে এক হাত নিল বিজেপি। তাদের দাবি, ‘তৃণমূলে বিরোধিতার কোনও পরিসর নেই। নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুললেই শাস্তির মুখে পড়তে হয়। অভিযোগ করার সুযোগ না থাকলে লোক দেখানো কর্মিসভা কেন করছেন অনুব্রত? আর সেই কর্মিসভা সরাসরি সম্প্রচারেরই বা দরকার কি? বিজেপিকে অনুকরণ করতে গিয়ে ফেঁসে গিয়েছে তৃণমূল।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube