অনেকটাই বাড়ল করোনা সংক্রমণ
৫ দিনের সঙ্গে তাল মিলিয়ে শনিবারও পশ্চিমবঙ্গে অনেকটাই বাড়ল করোনা সংক্রমণ। একইসঙ্গে ফের কমেছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮৬৫ জন। এবং সুস্থ হয়েছেন ৩১৮৩ জন। শনিবার রাজ্যে সুস্থতার হার ছিল ৮৭.৬৬ শতাংশ। যেখানে শুক্রবার তা ছিল কিছুটা বেশি— ৮৭.৭৩ শতাংশ।
এদিন রাজ্য করোনা আক্রান্ত মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৫ জন উত্তর ২৪ পরগনার আর ১৫ জন কলকাতার বাসিন্দা। এদিনও নতুন করোনা আক্রান্ত ও সুস্থতার দিক থেকে এগিয়ে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতার ৭৮৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আর সুস্থ হয়েছেন ৬০৮ জন। আর উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৯২ জন আর সুস্থ হয়েছেন ৬১৭ জন।
শনিবার রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৩ হাজার ১২১। এদিন মোট ৪৩ হাজার ৪২৮টি নমুনা করোনার জন্য পরীক্ষা করা হয়। তার মধ্যে ৮.০৩ শতাংশ পজিটিভ এসেছে। শনিবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী রাজ্যে রয়েছে মোট ১২ হাজার ৭৫১টি কোভিড বেড। তার মধ্যে ৩৭.৮২ শতাংশ বেডে বর্তমানে করোনা রোগী চিকিৎসাধীন।