অভিষেকের প্রশংসা করেন অনুব্রত মণ্ডল
তৃণমূল কংগ্রেস এর তরফে প্রকাশ, অভিষেক-প্রশান্ত জুটির ইয়ুথ ইন পলিটিক্স-এ ভর করে এদিন সারা রাজ্যে প্রায় ৪ লক্ষ যুবক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
এদিন নাম না করে বিশ্বভারতীর উপাচার্যকে অসুস্থ বলেও বর্ণনা করেছেন অনুব্রত মণ্ডল। ইয়ুথ ইন পলিটিক্স নিয়ে অভিষেকের প্রশংসা করে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ইয়ুথ ইন পলিটিক্স সেলটি অভিষেক তৈরি করেছে। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদ জানাই। এই সেল তৈরি হওয়ায় তৃণমূলের সুবিধা হবে বলেও জানিয়েছেন তিনি।
অনুব্রত মণ্ডল বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডাকে রাজনীতিতে এসেছেন অনেক যুবক। তাঁরা ইয়ুথ ইন পলিটিক্সের মাধ্যমে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন অনুব্রত। তিনি বলেন, ২০১১ সাল থেকে রাজ্যে যা উন্নয়ন হয়েছে, তাতে তিনি মনে করে না, ভারতে এত উন্নয়ন হয়েছে। এই বিষয়টি যদি যুবকরা তুলে ধরতে পারেন, তবে দলের ভাল হবে, পাশাপাশি মানুষেরও ভাল হবে।
এদিন বিশ্বভারতী নিয়ে প্রশ্ন করা হয় অনুব্রত মণ্ডলকে। তিনি বলেন, বিশ্বভারতীকে কোনওভাবেই জেলখানার মতো করে ঘিরে দেওয়া যায় না। তিনি বলেন কখনও ১০ ফুটের পাঁচিল হয়। নাম না করে তিনি বিশ্বভারতীর উপাচার্যকে অসুস্থ বলে বর্ণনা করেন।