আজকের রাশিফল 07/10/2020
মেষ-
মানসিক অবসাদ বাড়তে পারে। আয়ও বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য বিলম্বিত হবে। বিবাহিত জীবনে অবসাদ থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। দিনটি ভালোয় মন্দে কেটে যাবে। ভবিষ্যতে সুখ অনুভব করতে পারবেন।
বৃষ-
দিন ভালো কাটবে। নিজের উপর বিশ্বাস রাখুন। কাজে সাফল্য পাবেন। বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যয় বাড়বে। সরকারি সুবিধা পেতে পারেন। কাজের ক্ষেত্রে পরিশ্রম সফল হবে। বিবাহিত জীবন ভালো কাটবে।
মিথুন-
দিন ভালো কাটবে। ভালোভাবে কাজ করবেন। তার সুফলও পাবেন। পরিবারে আনন্দ থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বিবাহিত জীবন ঠিকঠাক থাকবে।
কর্কট-
দুপুর পর্যন্ত আয় ভালো থাকবে। ব্যয় বৃদ্ধির ফলে অবসাদও বাড়বে। কাজের ক্ষেত্রে দিন ভালো। সরকারি সুবিধা পেতে পারেন। জমি-সম্পত্তি সংক্রান্ত মামলার রায়ও আপনার পক্ষে যেতে পারে। বিবাহিত জীবন ভালো কাটবে।
সিংহ-
দিন ভালো কাটবে। ভাগ্য দুর্বল থাকবে। তবে দুপুরের পর পরিস্থিতি ঠিক হবে। কাজে মনযোগী হন, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে ঝগড়া হতে পারে, সতর্ক থাকুন, পরিবারে সুখ থাকবে।
কন্যা-
দিন ভালো কাটবে। কাজে মনযোগ থাকবে। পারিবারিক জীবনে হতাশা থাকবে। দুপুরের পর মানসিক অবসাদ কমবে। বিবাহিত জীবনে রোম্যান্স থাকবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে।
তুলা-
স্বাস্থ্যের যত্ন নিন। মানসিক অবসাদকে নিজের মনে প্রভাব ফেলতে দেবেন না। বিবাহিত জীবন ঠিকঠাক থাকবে। কাজের ক্ষেত্রে দিন সামান্য দুর্বল। ব্যয় নিয়ন্ত্রণ জরুরি।
বৃশ্চিক-
দিন ভালো কাটবে। বিবাহিত জীবনের জন্য দিন খুব ভালো। জীবনসঙ্গীর কাজে সাহায্য করবেন। কিছুটা মানসিক অবসাদও থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
ধনু-
দিন ভালো কাটবে। নিজের দায়িত্ব বুঝে পরিবারের জন্য কিছু করার চেষ্টা করবেন। কাজের ক্ষেত্রে দিন ভালো। বুদ্ধিমত্তার জোরে কাজে সাফল্য পাবেন। ভেস্তে যাওয়া কাজও সফল হবে। স্বাস্থ্য ভালো থাকবে। বিবাহিত জীবন ঠিক-ঠাক থাকবে।
মকর-
বিবাহিত জীবন ভালো কাটবে। সন্তানের কারণে আনন্দে থাকবেন। কাজের ক্ষেত্রে দিন খুব ভালো। সরকারি সুবিধা পেতে পারেন। জমি-সম্পত্তি সংক্রান্ত মামলায় সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
কুম্ভ-
দিন ভালো কাটবে। ধন আগমনের ফলে আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। দাম্পত্য জীবনে অবসাদ থাকবে। কাজের ক্ষেত্রে দিন ভালো।
মীন-
বন্ধুদের সঙ্গে কথা হবে। স্বাস্থ্যের যত্ন নিন। কাজের ক্ষেত্রে দিনটি দুর্বল, তাই সতর্ক থাকুন। বিবাহিত জীবন ভালো কাটবে, সম্পর্কে রোম্যান্স থাকবে। বাড়ীর খুঁটিনাটি কাজের দিকে চেয়ে থাকলে বিপদ।