আজকের রাশিফল 24/08/2020
মেষ/ARIES
রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। মানসিক অস্থিরতা ও শারীরিক দূর্বলতা ভোগাবে। আজ পাওনাদারের তাগাদা পেতে পারেন। কারো অসুস্থতার সংবাদ আপনাকে হতাশ করবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তর্কে বিতর্কে জড়াতে যাবেন না। দূর্ঘটনা থেকে সতর্ক হতে হবে।
বৃষ / TAURUS
জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলে কারনে আর্থিক সাশ্রয় করতে পারবেন। পিতার সাথে সম্পর্কর উন্নতি ও পিতৃবিত্ত লাভের সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজের জন্য ব্যবসা বানিজ্যে অগ্রগতি আশা করা যায়। নুতন ব্যবসায়ীক ক্ষেত্রে বিনিয়োগ করার সুযোগ পাবেন।
মিথুন/ GEMINI
জাতক জাতিকার দিনটি ভালো যাবে বাড়তি আয়ের সুযোগ পাবেন। বকেয়া বিল আদায়ের চেষ্টায় অগ্রগতি আশা করা যায়। শ্যালক শ্যালিকার কাছ থেকে কিছু অর্থ লাভের সম্ভাবনা। সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি চলতে থাকবে। বকেয়া বেতন পেতে পারেন। ছাত্র ছাত্রীরা সাবধানে পা ফেলবে।
কর্কট /CANCER
রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভবনাময়। ব্যবসায়ীক কিছু বকেয়া বিল আদায়ের চেষ্টায় সফল হতে পারেন। বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সাংসারিক বিষয়ে বড় ভাই বোনের সাহায্য প্রয়োজন হয়ে পড়বে। আমদানী রপ্তাণী ব্যবসা বাণিজ্যে বাধা বিপত্তি কাটিয়ে ্ওঠার সুযোগ পাবেন। চাকরি ক্ষেত্রে বন্ধুর সহায়তা পেতে পারেন।
সিংহ /LEO
রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কর্মসংক্রান্ত ঝামেলাপূর্ণ সংবাদ পেতে পারেন। ভিসা সংক্রান্ত জটিলতার আশঙ্কায় কর্মস্থলে যোগদানের ক্ষেত্রে বাধা আসবে। আকাশ পথে যাত্রায় স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। ব্যবসায়ীক ব্যয় তুলনামূলক বাড়তে থাকবে। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় যান্ত্রিক কাজের জন্য আশানুরুপ আয় রোজগার হবে না।
কন্যা /VIRGO
রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রশাসনিক কর্মকর্তারা নুতন কোনো কাজের সুযোগ পাবেন। কাজের লোক বা অধিনস্ত কর্মচারীর উপর অধিক নির্ভর না হওয়াই ভালো। অনৈতিক সম্পর্কর কারনে সম্মানহানির আশঙ্কা। কর্মস্থলে মানসিক অস্থিরতা কমিয়ে রাখুন। সিজেনাল জর গলাব্যথায় আক্রান্ত হতে পারেন।
তুলা/ LIBRA
রাশির জাতক জাতিকার দিনটি সকল প্রকার যোগাযোগে সাফল্যের। ব্যবসায়ীক কাজকর্মে ছোট ভাই বোনের সাহায্য পেতে পারেন। অনলাইনে পণ্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই সতর্ক হতে হবে। বেকারদের সাময়ীক আয় রোজগারের সুযোগ আসবে। জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীর সাহায্য আশা করতে পারেন।
বৃশ্চিক /SCORPIO
জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ঝামেলাপূর্ণ সংবাদ পেতে পারেন। ভিসা সংক্রান্ত জটিলতার আশঙ্কায় কর্মস্থলে যোগদানের ক্ষেত্রে বাধা আসবে। আকাশ পথে যাত্রায় স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। ব্যবসায়ীক ব্যয় তুলনামূলক বাড়তে থাকবে। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় যান্ত্রিক কাজের জন্য আশানুরুপ আয় রোজগার হবে না।
মকর /CAPRICORN
জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সাংসারিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি কমে আসতে শুরু করবে। ক্ষুদ্র ও মাঝারী বব্যবসায়ীরা কিছু লাভ করতে পারবেন। অংশিদারী ব্যবসায় লাভের আশা করা যায়। বিবাহের কথাবার্তায় প্রায় বন্ধ হয়ে থাকা আলাপ আলোচনায় অগ্রগতি হবে। সাংসারিক বিষয়ে জীবন সাথীর পূর্ণ সাহায্য পেতে পারেন।
ধনু/ SAGITTARIUS
রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে। সাংসারিক কাজে ব্যস্ততায় ব্যয় হবে। আত্মীয় বন্ধু বান্ধবদের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন। সাংসারিক কাজে স্ত্রী এগিয়ে আসার অপেক্ষায় থাকবেন। ভাড়াটিয়ারা সাবধান। প্রত্যাশিত কাজে অগ্রগতি আশা করা যায়। বাড়ী ক্রয় শুভ।
কুম্ভ/ AQUARIUS
জাতক জাতিকার দিনটি সাংসারিক কাজে ব্যস্ততা ও গৃহ সংস্কারের কাজে ব্যয় হবে। আত্মীয়র কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা। সাংসারিক কাজে মায়ের সাহায্য পেতে পারেন। ভাড়াটিয়ারা ভালো গৃহের খোঁজ পাবেন। প্রত্যাশিত কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। যানবাহন ক্রয় শুভ। ছাত্রছাত্রীরা পড়াশুনা করলে নিয়মিত লাভবান হবে।
মীন/ PISCES
রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ। বকেয়া আদায়ের চেষ্টায় অগ্রগতি আশা করা যায়। আত্নীয স্বজনদের কাছ থেকে কিছু অর্থ লাভের সম্ভাবনা। সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি চলতে থাকবে। বকেয়া বেতন পেতে পারেন। আপনার মানসিক অস্থিরতার অবসান আশা করতে পারেন। অসুস্থদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হতে থাকবে। জীবন সাথীর সাহায্য ও সহযোগিতা পাবেন।