+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

উলুবেড়িয়ার বাদ্যশিল্পীর ভিডিও পোস্ট করে বিগ বি-র ‘অদ্ভুত’ প্রতিক্রিয়া

সৌম্যজিৎ চক্রবর্তী - July 29, 2020 9:02 am - বিনোদন

উলুবেড়িয়ার বাদ্যশিল্পীর ভিডিও পোস্ট করে বিগ বি-র ‘অদ্ভুত’ প্রতিক্রিয়া

রাতারাতি শুভেচ্ছার বন্যা শুভ্রনীল সরকারের ফেসবুকে। ঘনঘন ফোন পরিচিতদের। উলুবেড়িয়ার বাসিন্দা হারমোনিকা শিল্পী শুভ্রনীলের মাউথ অর্গ্যান বাজানোর ভিডিও গতকাল শেয়ার করে বিগ বি অমিতাভ বচ্চন লিখেছেন “On a mouth organ never ever heard anything like this before ! अद्भुत, अद्भुत, अद्भुत !!”

উলুবেড়িয়া হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর বাণিজ্য (কমার্স) শাখার ছাত্র শুভ্রনীল এই প্রতিবেদককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, গতকাল বিগ বি নিজের ফেসবুক ও টুইটারে ওই ভিডিও শেয়ারের পরেই তা জানতে পারেন তিনি। নিজের ভিডিও সিনিয়র বচ্চনের সোশ্যাল মিডিয়ায় দেখে প্রথমে বিশ্বাসই হয়নি। পরে অন্যান্য পরিচিতরাও সেই ভিডিওয় শুভ্রনীলকে ট্যাগ করেন।

গড়িয়াহাট বাণীচক্রে ৫ বছর বয়সে বাদ্যযন্ত্র শেখায় হাতেখড়ি শুভ্রনীলের। মাউথ অর্গ্যান ছাড়াও শিখেছেন গিটার, পিয়ানো। এখনও বাণীচক্রে তালিম নেন। সুকান্ত ঘোষালের কাছে শেখেন মাউথ অর্গ্যান। মাউথ অর্গ্যানের ক্ল্যাসিক্যালের তালিম নিয়েছেন দেবকুমার দেবের কাছে। আর পিয়ানোর পাঠ নিয়েছেন দীপশিখা রায়ের কাছে।

তিনি জানিয়েছেন, একটি বেসরকারি টিভি চ্যানেলের গানের রিয়ালিটি শো (জি সারেগামাপা)-তেও বাদ্যযন্ত্র শিল্পী হিসেবে পারফর্ম করেছেন দু’টি সিজনে। ডাক এসেছে অন্য বেসরকারি টিভি চ্যানেলের (গুড মর্নিং আকাশ) অনুষ্ঠানেও। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন। আগামীদিনে পেশা হিসেবে একজন বাদ্যযন্ত্র শিল্পী হিসেবেই শুভ্রনীল দেখতে চান নিজেকে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube