একদিনে আক্রান্ত ৩,৬৭৭, বাংলায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড, উদ্বিগ্ন চিকিৎসক মহল
দুর্গাপুজো যত এগিয়ে আসছে ততই পশ্চিমবঙ্গে তেজ বাড়ছে করোনার। রোজই দৈনিক সংক্রমণে হচ্ছে নতুন রেকর্ড। পুজোর মুখে পুজো বাজারে হইহই করে বেরিয়ে পড়েছেন অনেকেই। শহর থেকে গ্রামে উৎসবের আমেজে কেনাকাটা চলছে জোরকদমে। আর সেই সুযোগে ছড়াচ্ছে করোনা। পরিস্থিতি উদ্বেগজনক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বুধবারও করোনা আক্রান্তের সংখ্যায় ব্যতিক্রম হল না। রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত হলেন ৩,৬৭৭ জন। মৃত্যু হল ৬৪ জনের। ৩১,০০০ পার করল পশ্চিমবঙ্গে করোনা অ্যাক্টিভের সংখ্যা।
নতুন সংক্রমণের ফলে মঙ্গলবারই পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার করেছে। রাজ্যে মোট সংক্রমিত ৩,০৫,৬৯৭। মোট সুস্থতা ২,৬৮,৩৮৪। এদের মধ্যে বুধবার আরোগ্য পেয়েছেন ৩,০৯৬ জন। পশ্চিমবঙ্গে সুস্থতার হার ৮৭.৭৯ শতাংশ। মোট মৃত্যু ৫,৮০৮।
সংক্রমণে সবার আগে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। কলকাতায় ৭৯৪ জন ও উত্তর ২৪ পরগনায় ৭৫২ জন সংক্রমিতের খোঁজ মিলেছে। কলকাতা লাগোয়া সমস্ত জেলাতেই সংক্রমণ উধ্বমুখি।